শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ

নুর নাহার: কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ উৎসবে দেখানো হয় ২৩ টি চলচ্চিত্র। আগের দিন সন্ধ্যায় উৎসবে দর্শকদের সঙ্গে বসে চলচ্চিত্র দেখেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা। যা দেখে মুগ্ধ হন অনেকেই। নিউজ টিভি

এদিন নন্দন-২ প্রেক্ষাগৃহে সন্ধ্যার শো’তে দেখানো হয় বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’। এতে অভিনয় করেন অপু বিশ্বাস। সেদিন তার সঙ্গে ছিলেন অভিনেতা ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী তারিন এবং জ্যোতিকা জ্যোতি।

এর আগে সন্ধ্যায় নন্দন প্রেক্ষাগৃহে তাদের স্বাগত জানান কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তারা ।

অপু বিশ্বাস জানান, সরকারিভাবে চলচ্চিত্র নিয়ে এটাই তার প্রথম বিদেশ সফর। আমাদের ভাষা ও সংস্কৃতি যেহেতু একই তাই এ জায়গা বিদেশ নয় বরং আমাদের শহর মনে হয়। ‘রাজনীত ’ ছবিটি দেখার পর অনেক দর্শক আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

অভিনেতা ফেরদৌস বলেন, বাংলাদেশে কী ধরনের চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেটা জানাতে এই ধরনের উৎসব বড় ভূমিকা পালন করবে। চলচ্চিত্রগুলো যে কলকাতার দর্শকদের মন ছুঁয়ে গেছে সেটা এখানে এসেই বুঝতে পেরেছি।

অভিনেতা রিয়াজ বললেন, কলকাতায় আসার আগেই কাশ্মীরের জঙ্গি হামলায় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানদের শহীদ হওয়ার খবর শুনে মন খারাপ হয়। তাদের আত্মার শান্তি কামনা করছি। যে দেশের মানুষ সংস্কৃতিকে পছন্দ করে সেখানে সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি থাকতে পারে না।

অভিনেত্রী তারিন বলেন, খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগের জন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়। কলকাতার মানুষ যেভাবে বাংলাদেশের চলচ্চিত্র গুলো দেখেছেন তা না আসলে জানতাম না।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, এখানকার আয়োজনটা অনেক বড় যাতে বোঝাই যায় কলকাতার মানুষ বাংলাদেশের চলচ্চিত্র পছন্দ করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়