শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে দিশা-টাইগারের রহস্যজনক ছবি ঘিরে জল্পনা

মুসফিরাহ হাবীব: ইতোমধ্যেই নাকি বাগদান সেরে ফেলেছেন বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি? অন্তত ইনস্টাগ্রাম পাতায় তাদের দুটি রহস্যজনক ছবি ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে ভালবাসা দিবসে।

সম্প্রতি দিশা এবং টাইগার একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেন নিজেদের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, দুজনের আঙুলে দুটি আংটি। টাইগার আংটিতে চুমু দেওয়া ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, ‘কেউ আমাকে দখল করে নিয়েছে!’ অন্যদিকে, দিশাও তার একইরকম ভঙ্গিমার ছবির ক্যাপশনে লেখেন ‘কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল, আমি হ্যাঁ বলেছি’।

আর এখান থেকেই শুরু হয় জল্পনা। ভক্তরা অনেকেই ধারণা করতে শুরু করেন, ভালবাসার দিনেই বিয়ের প্রথম ধাপ সেরে ফেলেছেন এই জুটি। কিন্তু না, সে ছবির পেছনের গল্প ফাঁস হলে জানা যায় আসল ঘটনা।

প্রথমত: ছবি দুটো একটু খেয়াল করলেই দেখা যায়, দুইজন আংটিটি রিং ফিঙ্গারে পরেননি। তাদের যে বাগদান হয়নি এটিই তার আলামত। আর দ্বিতীয়ত: দিশা এবং টাইগার দুইজন গতকালই দুটি ভিডিও পোস্ট করে ছবির আসল রহস্য বলে দিয়েছেন।

ভিডিওতে তারা জানান, আংটি পরা ছবি দুটি আসলে তারা পোস্ট করেন একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন প্রচারের জন্য। ওই পণ্যের বিশেষ দূত হওয়ারও চুক্তি করেন তারা। আর তা জানাতেই রহস্য করেন দুজন, পরেন সেই পণ্যের লোগোর ছাপাঙ্কিত আংটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়