শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে দিশা-টাইগারের রহস্যজনক ছবি ঘিরে জল্পনা

মুসফিরাহ হাবীব: ইতোমধ্যেই নাকি বাগদান সেরে ফেলেছেন বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি? অন্তত ইনস্টাগ্রাম পাতায় তাদের দুটি রহস্যজনক ছবি ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে ভালবাসা দিবসে।

সম্প্রতি দিশা এবং টাইগার একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেন নিজেদের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, দুজনের আঙুলে দুটি আংটি। টাইগার আংটিতে চুমু দেওয়া ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, ‘কেউ আমাকে দখল করে নিয়েছে!’ অন্যদিকে, দিশাও তার একইরকম ভঙ্গিমার ছবির ক্যাপশনে লেখেন ‘কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল, আমি হ্যাঁ বলেছি’।

আর এখান থেকেই শুরু হয় জল্পনা। ভক্তরা অনেকেই ধারণা করতে শুরু করেন, ভালবাসার দিনেই বিয়ের প্রথম ধাপ সেরে ফেলেছেন এই জুটি। কিন্তু না, সে ছবির পেছনের গল্প ফাঁস হলে জানা যায় আসল ঘটনা।

প্রথমত: ছবি দুটো একটু খেয়াল করলেই দেখা যায়, দুইজন আংটিটি রিং ফিঙ্গারে পরেননি। তাদের যে বাগদান হয়নি এটিই তার আলামত। আর দ্বিতীয়ত: দিশা এবং টাইগার দুইজন গতকালই দুটি ভিডিও পোস্ট করে ছবির আসল রহস্য বলে দিয়েছেন।

ভিডিওতে তারা জানান, আংটি পরা ছবি দুটি আসলে তারা পোস্ট করেন একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন প্রচারের জন্য। ওই পণ্যের বিশেষ দূত হওয়ারও চুক্তি করেন তারা। আর তা জানাতেই রহস্য করেন দুজন, পরেন সেই পণ্যের লোগোর ছাপাঙ্কিত আংটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়