শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ ◈ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭৪৮ ◈ সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি ◈ চানখারপুলে ৬ হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলার রায় আজ ◈ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ আগুন ◈ পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল মঙ্গলবার বসছে ইসি 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে দিশা-টাইগারের রহস্যজনক ছবি ঘিরে জল্পনা

মুসফিরাহ হাবীব: ইতোমধ্যেই নাকি বাগদান সেরে ফেলেছেন বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি? অন্তত ইনস্টাগ্রাম পাতায় তাদের দুটি রহস্যজনক ছবি ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে ভালবাসা দিবসে।

সম্প্রতি দিশা এবং টাইগার একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেন নিজেদের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, দুজনের আঙুলে দুটি আংটি। টাইগার আংটিতে চুমু দেওয়া ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, ‘কেউ আমাকে দখল করে নিয়েছে!’ অন্যদিকে, দিশাও তার একইরকম ভঙ্গিমার ছবির ক্যাপশনে লেখেন ‘কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল, আমি হ্যাঁ বলেছি’।

আর এখান থেকেই শুরু হয় জল্পনা। ভক্তরা অনেকেই ধারণা করতে শুরু করেন, ভালবাসার দিনেই বিয়ের প্রথম ধাপ সেরে ফেলেছেন এই জুটি। কিন্তু না, সে ছবির পেছনের গল্প ফাঁস হলে জানা যায় আসল ঘটনা।

প্রথমত: ছবি দুটো একটু খেয়াল করলেই দেখা যায়, দুইজন আংটিটি রিং ফিঙ্গারে পরেননি। তাদের যে বাগদান হয়নি এটিই তার আলামত। আর দ্বিতীয়ত: দিশা এবং টাইগার দুইজন গতকালই দুটি ভিডিও পোস্ট করে ছবির আসল রহস্য বলে দিয়েছেন।

ভিডিওতে তারা জানান, আংটি পরা ছবি দুটি আসলে তারা পোস্ট করেন একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন প্রচারের জন্য। ওই পণ্যের বিশেষ দূত হওয়ারও চুক্তি করেন তারা। আর তা জানাতেই রহস্য করেন দুজন, পরেন সেই পণ্যের লোগোর ছাপাঙ্কিত আংটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়