শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মাসব্যাপী ১২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আবারো সেই লটারী দিয়েই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিল্পনগরী বগুড়ায় মাসব্যাপী ১২ তম বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরের শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন প্রস্তাবিত ফুটবল স্টেডিয়াম মাঠের বিশাল এলাকা জুড়ে এই মেলার আয়োজন করা হয়েছে।

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত শুক্রবার রাত ৮টায় প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মাস ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মুহাঃ ফয়েজ আহমেদ।

মেলার উদ্বােধন উপলক্ষে আয়োজিত এক সভায় বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক মাসুদুর রহমান মিলন সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বগুড়া পৌরসভার ১নং প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, মেলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স শুকরা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুর মান্নান এবং ১২ তম বগুড়া আন্তর্জাাতিক বাণিজ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক বগুড়া জেলা পরিষদ সদস্য মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বগুড়া চেম্বারের নের্তৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এবছর মেলাটি মেসার্স শুকরা এন্টারপ্রাইজ লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ।

মেলায় আয়োজকদের একটি দায়িত্বশীল জানান, মেলায় মোট ১০টি প্যাভিলিয়ন ও ২ শতাধিক ষ্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য কেনা কাটার সুযোগ পাবে বগুড়াবাসী । মেলায় কোন নতুনত্ব নেই । প্রতিবছরের মত এবারে রয়েছে শিশূুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড। নামে আন্তর্জাতিক হলেও মেলায় থাকছে না কোন বিদেশী প্যাভিলিয়ন অথবা ষ্টল । যথারীতি মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা । তবে ৮ বছরের কম বয়সী শিশু এবং প্রতিবন্ধীরা মেলায় প্রবেশ করতে পারবে কোন বিনিময় ছাড়াই।

উল্লেখ্য, ইতি পূর্বে অনুষ্ঠিত বগুড়ার বানিজ্য মেলায় লটারী আয়োজন বিতর্কিত হলেও এবার শুরুতেই মেলায় বিভিন্ন পুরস্কারের কথা জানিয়ে সেই স্বপ্ন ভঙ্গ লটারীর প্রকাশ্য ঘোষনা দিয়েছে মেলার আয়োজকরা। ফলে মেলার সৃজনশীলতা শুরুতেই প্রশ্নবৃদ্ধ হয়েছে এমন মনে করছেন পর্যবেক্ষক মহল ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়