শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢালিউডের ছবিতে পাঞ্জাবী অভিনেত্রী নেহা আমানদীপ

মহিব আল হাসান: প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে এসে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ পাঞ্জাবী মডেল অভিনেত্রী নেহা আমানদীপ। উত্তম আকাশ পরিচালিত, শাপলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমা ‘প্রেম চোর’র শুটিং করতেই বাংলাদেশের মাটিতে তিনি। এদেশে এসেই অতিবাহিত করেছেন অর্ধ মাসেরও বেশি সময়। কাজ করেছেন ছবির বেশকিছু সিক্যুয়েন্সেরও। এরই মধ্যে ঘুরে এসেছেন দেশের সমুদ্র সৈকত কক্সবাজার থেকেও। বর্তমানে এফডিসিতে শুটিং করছেন তিনি। সেখানেই কথা বলেন আমাদের সময় ডটকমের সাথে।

নেহা আমানদীপ এদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষেরা এত ভালো যে কাছ থেকে না দেখলে, না মিশলে বোঝা যাবে না। আমি এখানে এসে বুঝতেই পারছি না আমি আমার দেশের বাহিরে আছি! সবাই সবসময়ে খোঁজ খবর নিচ্ছেন। এককথায় সবাই অনেক হেল্পফুল। যা সত্যিকার অর্থে আপনাদের দেশের জন্য গর্ব।’

এ দেশে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, চমৎকার, দারুণ অভিজ্ঞতা। সবাই ভালবাসছে, আপু বলছে। এটাই আমার কাছে অনেক ভালোলাগার বিষয়। আর শুটিংয়ের বিষয়ে যদি বলি তাহলে পরিচালক, কো-আর্টিস্ট থেকে শুরু করে ইউনিটের সব লোক অসাধারণ। একটা শট ভালোভাবে করতে না পারলেও সে বিষয়টি উত্তম দা (পরিচালক) সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন।’

প্রথমবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাও আবার দেশের বাহিরের ছবি দিয়ে। এ বিষয়ে আত্মবিশ্বাসী নেহা বলেন, আমি সত্য ভাগ্যবতী। ঢাকার ‘প্রেম চোর’র ছবির মাধ্যমে আমার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। ভালো লাগছে অনেক আমার। শিল্পীদের বিষয় নিয়ে তিনি বলেন, অভিনয় শিল্পীদের কোনও দেশ হয় না। শিল্পীরা সকল দেশের সকল জায়গার। শিল্পীরা কাজটাকে দেখেই। কাজের মাধ্যমে সব মানুষের মধ্যে শিল্পীরা নিজেকে মেলে ধরতে চায়।

নেহা আমানদীপ ঢালিউডের কোনও অভিনয় শিল্পীদের চেনেন না। শুধুমাত্র শাকিব-নুসরাত ফারিয়াকে চেনেন কলকাতার সিনেমায় অভিনয়ের জন্য। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে নেই কোনও ধারণা। বাংলাদেশের একসময়কার জনপ্রিয় সিনিয়র শিল্পী ও কলকাতায় যারা অভিনয় করেছেন তাদের নাম বললেও তিনি কাউকে চেনেন না বলে জানান। তবে কেনও তাদের চেনেন না সেবিষয়েও তিনি বলেছেন। তিনি বলেন, আমি পাঞ্জাবী মেয়ে হওয়া কারণে কোনও বাংলা সিনেমা দেখা হতো না। বলতে গেলে বাংলাও বলতে পারতাম না। আর এ কারণে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের সাথে পরিচিতি নেই।

নেহা আমানদীপ তিন বছর বয়স থেকে অভিনয়ের সাথে সম্পৃক্ত। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি দুর্বল হওয়ায় মায়ের ইচ্ছাতেই এই জগতে পা দেন তিনি। অভিনয় করেছেন জি বাংলার ‘স্ত্রী’ ও স্টার জলসার ‘ওম নব সিবা’ ও জি বাংলা অরিজিনালস-এর সিনেমা ‘চোরে চোরে মাসতুতো ভাই'। তবে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের প্রধান্য বেশি তার। তবে ঢাকাই এ ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়