শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইয়ের জন্য ভালোবাসা দেখা গেলো অমর একুশে গ্রন্থমেলায়

কামরুল হাসান : ভালোবাসা বলতেই কি শুধু নারী ও পুরুষের প্রেমই বোঝায় না বরং বইয়ের জন্যও যে ভালোবাসা হতে পারে তার নিদর্শন ছিলো আজকের বইমেলা। দখিনা বাতাস, কোকিলের গান, তেজহীন সূর্য এবং ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে বিকেলে প্রিয়জনের হাত ধরে বইমেলায় আসার চেয়ে আর কী হতে পারে! সবমিলিয়ে বাসন্তী ভালোবাসার রঙ্গিন সাজে সজ্জিত এক আনন্দঘন বইমেলা।

যেকোনো উৎসব মানেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারুণ্যের উপচে পড়া ভিড়। বিকেল ৩টায় যে সেই চাপ বাঙালির প্রাণের মেলার গেটে পড়ে। তাইতো গেট খোলার আগেই মেলায় দর্শনাথী-পাঠকদের দীর্ঘ লাইন। প্রিয় মানুষটির হাত ধরে মেলায় এসেছিলেন তরুণ-তরুণীরা। তরুণী দর্শনার্থীদের পোশাক ছিলো এদিন শাড়ি, চুলের খোপায় দৃষ্টিনন্দন ফুলের টায়রা। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বইমেলার স্টল থেকে স্টল ঘুরে বই কিনে উপহার দেয়া-নেয়া চলে মেলার পুরোটা সময় জুড়ে।

ভালোবাসার এদিনে, ভালোবাসাকে পুঁজি করেই মেলা জমে উঠেছিলো বলে মন্তব্য করেছেন পাঠক, লেখক ও প্রকাশকরা। কাকলী প্রকাশের স্বত্বাধিকারী এ.কে নাসির আহমেদ জানান, ভালোবাসা দিবসে আমাদের বিক্রি চাহিদা অনুযায়ী হয়েছে। যা হয়েছে তাতে আমরা খুশি।
তরুণ কবি রওশন হাবিব টিটু জানান, এ বছর ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘সুতোর টানে’ নামে একটি কবিতা বই বের করেছি। পাঠক বইটি ভালোভাবে গ্রহণ করেছে। তিনি আরো বলেন, মানুষের মনের আরো কাছে শুধু কবিতার মাধ্যমেই যাওয়া সম্ভব। সকলকে কবিতা পড়ার পরামর্শ দেন তিনি।

আজ মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ডিজিটাল বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য ও বিজ্ঞানভাবনা শীর্ষক আলোাচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফারসীম মান্নান মোহাম্মদী। আলোচনায় অংশগ্রহণ করেন রেজাউর রহমান, আবদুল কাইয়ুম এবং অপরেশ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

সভাপতির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের ফলে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। ডিজিটাল বাংলাদেশের ধারণা এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। আমরা আশা করি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ এক্ষেত্রে আরো অগ্রগতি সাধন করবে।

আজ মেলায় ১৪৭টি নতুন বই এসেছে। সবমিলিয়ে মেলায় এখন পর্যন্ত ১৯৯৯টি নতুন বই এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়