মাসুদ আলম ও সুমন পাইক : রাজধানীর শ্যামলীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আগুনের খবর রোগী ও স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে আতঙ্কে রোগীরা হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তারা আশপাশের হাসপাতালে চলে যান। এছাড়া যেসব রোগী ভেতরে আটকা পড়েছিলেন তাদের নিরাপত্তায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী ব্যবস্থা গ্রহণ করে। সব রোগীকে হাসপাতাল প্রাঙ্গনে নিয়ে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)সহ আশপাশের হাসপতালে স্থানান্তর করে।
হাসপাতালের একজন নার্স বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোগীদের হাসপাতাল প্রাঙ্গণের মাঠে নামিয়ে আনা হয়। আইসিইউতে থাকা রোগীদের এ্যাম্বুলেন্সে করে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া নতুন করে আসা অনেক রোগী ধোঁয়া দেখেই আতঙ্কে হাসপাতাল গেইট থেকেই ফিরে যান।
হাসপাতালের ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গনে চিকিৎসা দেন রোগীদের। সেইসঙ্গে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা দেয়া হয় হাসপাতালে পক্ষ থেকেও। যেসব রোগী যে হাসপাতালে যেতে চান সেখানেই তাদের নামিয়ে দেয়ার কথা জানিয়েছেন এ্যাম্বুলেন্স চালকরা।
হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. পি কে সাহা বলেন, হাসপতালের প্রায় দেড় হাজার রোগীকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আড়াই হাজার দর্শণার্থীকে নিরাপদে সরিয়ে আনা হয়।
হাসপাতালের একজন রোগীর স্বজন ফাতেমা বেগম জানান, ১১-১২ নম্বর শিশু ওয়ার্ড থেকেই আগুনের সূত্রপাত। তিনি সেখানেই প্রথমে আগুন দেখতে পেয়েছেন। এর নিচেই রয়েছে স্টোর রুম। তবে স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, হাসপাতালের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।