শিরোনাম
◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির নির্দেশে পাঁচ সেরা ফিল্ডার বেছে দিলেন জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক : সময়ে সময়ে একের পর এক ভাল ফিল্ডার পেয়েছে ভারতীয় ক্রিকেট। যুবরাজ সিং, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলিরা ভারতীয় ক্রিকেট সার্কিটে দারুণ ফিল্ডার হিসাবে পরিচিত। কিন্তু এদের মধ্যে কেউই সেরা নন। ফিল্ডিংয়ে যার নামে উদাহরণ দেওয়া হয়, সেই জন্টি রোডস এবার জানালেন, ভারতীয়দের মধ্যে সেরা ফিল্ডার কে! আইসিসি-র ওয়েবসাইটে একটি সাক্ষাতকার দিতে বসেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি।

আইসিসির পক্ষ থেকে জন্টিকে বলা হয়েছিল, সেরা পাঁচজন ফ্লিডার বাছতে। সেখানে জন্টি এক ভারতীয় ফিল্ডারকে সবার উপর রাখলেন। এক নম্বরে। এই পাঁচজনের মধ্যে একজন ইংল্যান্ডের, দুজন দক্ষিণ আফ্রিকার, একজন অস্ট্রেলিয়ার ও একজন ভারতের।

জন্টি রোডসের সেরা পাঁচ ফিল্ডারের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস। চারে রয়েছে ইংল্যান্জডের অল রাউন্ডার পল কলিংউড। তিন ও দুইয়ে রয়েছেন যথাক্রমে হার্সেল গিবস ও এবি ডিভিলিয়ার্স। আর রোডসের এক নম্বর ফিল্ডার সুরেশ রায়না। শুধু রায়নার নামই নিলেন না, জন্টি জানিয়ে গেলেন যে তিনি ভারতীয় ফিল্ডারের বড় ফ্যান। কেন রায়নাকে তিনি সেরা ফিল্ডার হিসাবে বেছে নিয়েছেন তার ব্যাখাও দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং লেজেন্ড। জন্টি বললেন, আমার আর রায়নার দর্শন একেবারে এক রকম। বলের জন্য না ঝাঁপালে কী করে বুঝব যে বাঁচাতে পারব কি না।

ভারতীয় কন্ডিশন সম্পর্কে আমার ধারণা রয়েছে। প্র্যাকটিস করার সময়ও রায়নার মধ্যে একটা উত্তেজনা থাকে। আসলে ডাইভ দেবে কি দেবে না, এই নিয়ে রায়না কখনও দ্বোটানায় থাকে না। ও চট করে সিদ্ধান্ত নিতে পারে। এটাই একজন ভাল ফিল্ডারের সব থেকে বড় গুণ। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়