শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির নির্দেশে পাঁচ সেরা ফিল্ডার বেছে দিলেন জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক : সময়ে সময়ে একের পর এক ভাল ফিল্ডার পেয়েছে ভারতীয় ক্রিকেট। যুবরাজ সিং, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলিরা ভারতীয় ক্রিকেট সার্কিটে দারুণ ফিল্ডার হিসাবে পরিচিত। কিন্তু এদের মধ্যে কেউই সেরা নন। ফিল্ডিংয়ে যার নামে উদাহরণ দেওয়া হয়, সেই জন্টি রোডস এবার জানালেন, ভারতীয়দের মধ্যে সেরা ফিল্ডার কে! আইসিসি-র ওয়েবসাইটে একটি সাক্ষাতকার দিতে বসেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জন্টি।

আইসিসির পক্ষ থেকে জন্টিকে বলা হয়েছিল, সেরা পাঁচজন ফ্লিডার বাছতে। সেখানে জন্টি এক ভারতীয় ফিল্ডারকে সবার উপর রাখলেন। এক নম্বরে। এই পাঁচজনের মধ্যে একজন ইংল্যান্ডের, দুজন দক্ষিণ আফ্রিকার, একজন অস্ট্রেলিয়ার ও একজন ভারতের।

জন্টি রোডসের সেরা পাঁচ ফিল্ডারের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস। চারে রয়েছে ইংল্যান্জডের অল রাউন্ডার পল কলিংউড। তিন ও দুইয়ে রয়েছেন যথাক্রমে হার্সেল গিবস ও এবি ডিভিলিয়ার্স। আর রোডসের এক নম্বর ফিল্ডার সুরেশ রায়না। শুধু রায়নার নামই নিলেন না, জন্টি জানিয়ে গেলেন যে তিনি ভারতীয় ফিল্ডারের বড় ফ্যান। কেন রায়নাকে তিনি সেরা ফিল্ডার হিসাবে বেছে নিয়েছেন তার ব্যাখাও দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং লেজেন্ড। জন্টি বললেন, আমার আর রায়নার দর্শন একেবারে এক রকম। বলের জন্য না ঝাঁপালে কী করে বুঝব যে বাঁচাতে পারব কি না।

ভারতীয় কন্ডিশন সম্পর্কে আমার ধারণা রয়েছে। প্র্যাকটিস করার সময়ও রায়নার মধ্যে একটা উত্তেজনা থাকে। আসলে ডাইভ দেবে কি দেবে না, এই নিয়ে রায়না কখনও দ্বোটানায় থাকে না। ও চট করে সিদ্ধান্ত নিতে পারে। এটাই একজন ভাল ফিল্ডারের সব থেকে বড় গুণ। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়