শিরোনাম
◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ স ম ফিরোজ, দবিরুল, চুমকি সংসদীয় কমিটির সভাপতি

আসাদুজ্জামান সম্রাট : সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি করা হয়েছে। তিনি নবম জাতীয় সংসদে হুইপ ও দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

বুধবার জাতীয় সংসদে আরো টি কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর প্রস্তাবক্রমে কন্ঠভোটে কমিটিগুলো গঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব দবিরুল ইসলামকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মেহের আফরোজ চুমকিকে। তিনি এর আগে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
পদাধিকার বলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। একইভাবে বিশেষ অধিকার কমিটির সভাপতি হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে স্পিকার পিটিশন কমিটি ও লাইব্রেরী কমিটির মনোনয়ন দেন। পিটিশন কমিটির সভাপতি হয়েছেন তিনি নিজেই। লাইব্রেরী কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১০ দিনের মধ্যে সবগুলো (৫০টি) কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্পিকার বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের হাতে কমিটিগুলো গঠন করেছেন। এটা একটি মাইলফলক। এজন্য আমি সংসদ নেতাকে অভিনন্দন জানাচ্ছি। সংসদ নেতার হাতে লেখা এই কমিটি জাতীয় সংসদের অমূল্য দলিল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়