শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা  ◈ টাকা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা, সর্বস্বান্ত হয়েছেন অনেকে ◈ মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ ◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ স ম ফিরোজ, দবিরুল, চুমকি সংসদীয় কমিটির সভাপতি

আসাদুজ্জামান সম্রাট : সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি করা হয়েছে। তিনি নবম জাতীয় সংসদে হুইপ ও দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

বুধবার জাতীয় সংসদে আরো টি কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর প্রস্তাবক্রমে কন্ঠভোটে কমিটিগুলো গঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব দবিরুল ইসলামকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মেহের আফরোজ চুমকিকে। তিনি এর আগে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
পদাধিকার বলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। একইভাবে বিশেষ অধিকার কমিটির সভাপতি হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে স্পিকার পিটিশন কমিটি ও লাইব্রেরী কমিটির মনোনয়ন দেন। পিটিশন কমিটির সভাপতি হয়েছেন তিনি নিজেই। লাইব্রেরী কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১০ দিনের মধ্যে সবগুলো (৫০টি) কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্পিকার বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের হাতে কমিটিগুলো গঠন করেছেন। এটা একটি মাইলফলক। এজন্য আমি সংসদ নেতাকে অভিনন্দন জানাচ্ছি। সংসদ নেতার হাতে লেখা এই কমিটি জাতীয় সংসদের অমূল্য দলিল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়