শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ স ম ফিরোজ, দবিরুল, চুমকি সংসদীয় কমিটির সভাপতি

আসাদুজ্জামান সম্রাট : সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি করা হয়েছে। তিনি নবম জাতীয় সংসদে হুইপ ও দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

বুধবার জাতীয় সংসদে আরো টি কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর প্রস্তাবক্রমে কন্ঠভোটে কমিটিগুলো গঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব দবিরুল ইসলামকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মেহের আফরোজ চুমকিকে। তিনি এর আগে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
পদাধিকার বলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন। একইভাবে বিশেষ অধিকার কমিটির সভাপতি হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে স্পিকার পিটিশন কমিটি ও লাইব্রেরী কমিটির মনোনয়ন দেন। পিটিশন কমিটির সভাপতি হয়েছেন তিনি নিজেই। লাইব্রেরী কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১০ দিনের মধ্যে সবগুলো (৫০টি) কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্পিকার বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের হাতে কমিটিগুলো গঠন করেছেন। এটা একটি মাইলফলক। এজন্য আমি সংসদ নেতাকে অভিনন্দন জানাচ্ছি। সংসদ নেতার হাতে লেখা এই কমিটি জাতীয় সংসদের অমূল্য দলিল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়