শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমে পৌঁছেছেন অর্থমন্ত্রী

এস এম এ কালাম : ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগদানের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

বুধবার ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এছাড়া, ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসি বাংলাদেশীগণ অর্থমন্ত্রীকে বিমানবন্দরে এবং হোটেলে স্বাগত জানিয়েছেন।

রোমে পৌঁছে অর্থমন্ত্রী বুধবার রোমস্থ তিনটি আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থার প্রধানগণ অর্থমন্ত্রীর সাথে পৃথকভাবে বৈঠক করেন। এছাড়া অর্থমন্ত্রী আজ সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

ইফাদ গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘রুর‌্যাল ইনোভেশন এন্ড ইন্টারপ্রিনিয়ারশিপ’।

জানা যায়, ইফাদ গ্রামীণ এলাকা ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা এবং সম্ভাবনাগুলোর উন্নতির জন্য নতুনত্ব ও উদ্যোক্তার শর্ত তৈরির ক্ষেত্রে এই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাঁচ দিনের সফর শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা ১০ মিনিটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়