শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৯০ বছরের ঐতিহ্যবাহি তিরোধান উৎসব মেলা শুরু

জাহাঙ্গীর হোসেন লিটন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৯০ বছরের ঐতিহ্যবাহি তিরোধান উৎসব মেলা। রামগতি উপজেলার চর সেকান্দার এলাকার বুড়া কর্তার আশ্রমে প্রতিবছরের ন্যায় এবারো শ্রী শ্রী বুড়াকর্তার তিরোধান উপলক্ষে ১৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরণের পন্য নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহনে এ মেলা পরিণত হয় মিলন মেলায়। এ মেলা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

জানা যায়, আজ থেকে ৯০ বছর পূর্বে ১৩৩৫ বাংলা সনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমটুয়া এলাকায় মেঘনা নদীর পাড়ে রাধা কান্ত স্বহং নামের হিন্দু সম্প্রদায়ের এক আধ্যাত্মিক মহা পুরুষ এর লাশ মিলে। ওই সময়ে ক্ষেত্র মোহন চক্রবর্তী নামে তার এক সেবায়েতকে লাশটির সমাধি করতে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়। পরে ওই সেবায়েত ও তার ছেলে মালতী মোহন চক্রবর্তী স্থানীয় চর ডাক্তার এলাকায় তার দেহ বিশেষ সমাধি করে। সমাধিস্থলের নাম দেওয়া হয় রাধা কান্ত স্বহং শামিজীর আশ্রম। তিনি বুড়া হওয়ার কারণে যেটি বুড়া কর্তার আশ্রম হিসেবে পরিচিতি পায়। এরপর সর্বপ্রথমে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৩৩৬ বাংলা সনে কয়েকজন ভক্ত ওই আশ্রমে লীলা র্কীতন ও প্রসাদ বিতরণ শুরু করে। ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়ে অন্যান্য জেলায়। এখন ওই স্থানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনও লীলা কীর্তন শুনতে আসেন বলে জানান আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উৎপল কুমার দাস ।

এ র্কীর্তন উপলক্ষে তখন আশ্রম প্রাঙ্গণে ফেরিওয়ালারা ভিড় করতো বিভিন্ন পন্য নিয়ে। সময়ের পরিবর্তনে ধীরে ধীরে এসে এখন বড় ধরণের মেলা বসে আশ্রম প্রাঙ্গণে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে ১৫ দিন চলে এ মেলা। এতে আশ্রম প্রাঙ্গণ হাজার হাজার হিন্দু মুসলিমের মিলন মেলায় পরিনত হয় বলে জানান উৎসব আয়োজন কমিটির সভাপতি অরবিন্দ দাস।

আর মেলাকে ঘিরে বগুড়া, রাজশাহী, কুমিল্লা, ভোলা, বরিশাল, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পন্য নিয়ে এখানে আসেন বিক্রেতারা। ইতিমধ্যে শতাধিক স্টোর বসেছে মেলায়। এতে শিশুদের খেলনা, মাটির তৈরী হাড়ি পাতিল, প্লাষ্টিক সামগ্রী, গৃহস্থালী জিনিসপত্র, আসবাবপত্রসহ বিভিন্ন পন্য সামগ্রী এবং বিভিন্ন রকমারী খাবার পাওয়া যায়। ভালো বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা অত্যন্ত আশাবাদী এবারো।

ক্রেতারাও ভিড় করছেন মেলায়। কিনছেন প্রয়োজনীয় জিনিসপত্র। এতে পিছিয়ে নেই শিশুরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়