শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৯০ বছরের ঐতিহ্যবাহি তিরোধান উৎসব মেলা শুরু

জাহাঙ্গীর হোসেন লিটন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৯০ বছরের ঐতিহ্যবাহি তিরোধান উৎসব মেলা। রামগতি উপজেলার চর সেকান্দার এলাকার বুড়া কর্তার আশ্রমে প্রতিবছরের ন্যায় এবারো শ্রী শ্রী বুড়াকর্তার তিরোধান উপলক্ষে ১৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরণের পন্য নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহনে এ মেলা পরিণত হয় মিলন মেলায়। এ মেলা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

জানা যায়, আজ থেকে ৯০ বছর পূর্বে ১৩৩৫ বাংলা সনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমটুয়া এলাকায় মেঘনা নদীর পাড়ে রাধা কান্ত স্বহং নামের হিন্দু সম্প্রদায়ের এক আধ্যাত্মিক মহা পুরুষ এর লাশ মিলে। ওই সময়ে ক্ষেত্র মোহন চক্রবর্তী নামে তার এক সেবায়েতকে লাশটির সমাধি করতে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়। পরে ওই সেবায়েত ও তার ছেলে মালতী মোহন চক্রবর্তী স্থানীয় চর ডাক্তার এলাকায় তার দেহ বিশেষ সমাধি করে। সমাধিস্থলের নাম দেওয়া হয় রাধা কান্ত স্বহং শামিজীর আশ্রম। তিনি বুড়া হওয়ার কারণে যেটি বুড়া কর্তার আশ্রম হিসেবে পরিচিতি পায়। এরপর সর্বপ্রথমে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৩৩৬ বাংলা সনে কয়েকজন ভক্ত ওই আশ্রমে লীলা র্কীতন ও প্রসাদ বিতরণ শুরু করে। ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়ে অন্যান্য জেলায়। এখন ওই স্থানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনও লীলা কীর্তন শুনতে আসেন বলে জানান আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উৎপল কুমার দাস ।

এ র্কীর্তন উপলক্ষে তখন আশ্রম প্রাঙ্গণে ফেরিওয়ালারা ভিড় করতো বিভিন্ন পন্য নিয়ে। সময়ের পরিবর্তনে ধীরে ধীরে এসে এখন বড় ধরণের মেলা বসে আশ্রম প্রাঙ্গণে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে ১৫ দিন চলে এ মেলা। এতে আশ্রম প্রাঙ্গণ হাজার হাজার হিন্দু মুসলিমের মিলন মেলায় পরিনত হয় বলে জানান উৎসব আয়োজন কমিটির সভাপতি অরবিন্দ দাস।

আর মেলাকে ঘিরে বগুড়া, রাজশাহী, কুমিল্লা, ভোলা, বরিশাল, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পন্য নিয়ে এখানে আসেন বিক্রেতারা। ইতিমধ্যে শতাধিক স্টোর বসেছে মেলায়। এতে শিশুদের খেলনা, মাটির তৈরী হাড়ি পাতিল, প্লাষ্টিক সামগ্রী, গৃহস্থালী জিনিসপত্র, আসবাবপত্রসহ বিভিন্ন পন্য সামগ্রী এবং বিভিন্ন রকমারী খাবার পাওয়া যায়। ভালো বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা অত্যন্ত আশাবাদী এবারো।

ক্রেতারাও ভিড় করছেন মেলায়। কিনছেন প্রয়োজনীয় জিনিসপত্র। এতে পিছিয়ে নেই শিশুরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়