শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগমারায় গোপনে বিএনপি নেতার মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল

হিমাদ্রি শেখর রায়: বিএনপির দলীয় সিদ্ধান্ত না থাকলেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সভাপতি ডি এম জিয়াউর রহমান। গোপনীয়তা রক্ষা করে, তিনি জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করেন। বিএনপির জেলার নেতারা বলেছেন, জিয়াউর রহমানের সিদ্ধান্ত ব্যক্তিগত, দলীয় নয়। তাঁর বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হবে।

অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী অনিল কুমার সরকার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সদলবলে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথম ধাপে আগামী ১০ মার্চ বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল সোমবার চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি অনিল কুমার সরকার, বিএনপির উপজেলা শাখার সভাপতি ডি এম জিয়াউর রহমান ও যুবলীগের সমর্থক দাবিদার বাবুল হোসেন।

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী অনিল কুমার সরকার সোমবার দুপুরে শতাধিক দলীয় নেতা-কর্মী নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে আসেন। এরপর নির্বাচন কর্মকর্তার কক্ষে ঢুকে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর অনুসারীরা ফেসবুকের লাইভের মাধ্যমে মনোনয়নপত্র দাখিলের ছবি প্রচার করেন। এর আগে সকালে তিনি উপজেলার চানপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন ও সেখানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন।

অপরদিকে বিএনপির উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান আগের দিন জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র তুলে সোমবার তিনি সেটি দাখিল করেন। গোপনীয়তা রক্ষা করে মনোনয়নপত্র দাখিল ও উত্তোলন করা হয়। দলীয়ভাবে কোন সিদ্ধান্ত না থাকায় তাঁর সঙ্গে উপজেলা বা জেলা বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতা-কর্মী ছিলেন না। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না বলে সংবাদ সম্মেলনে এর আগে ঘোষণা দিয়েছে। এ জন্য দলীয় কোনো প্রার্থীকেও মনোনয়ন দেয়নি দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়