শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে উত্যক্তের জেরে বহিরাহতদের হামলায় শিক্ষক ও ছাত্র ছুরিকাঘাত

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিয়াম মডের স্কুল ও কলেজে ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাটকে কেন্দ্র করে স্থানীয় বহিরাগত যুবকদের সাথে সাবেক এক দল ছাত্রের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় বহিরাগতদের সশস্ত্র হামলায় একজন শিক্ষক সহ ৩ কলেজ ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শহরের নিশিন্দারা এলাকায় ।

আহত সকলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বগুড়া আজিজুল হক কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্র নিয়াজ হাসান শিশিরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে ।

আহতরা হল সাবেক বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র বর্তমানে বগুড়া সরকারী আজিজুর হক কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্র নিয়াজ হাসান শিশির, ইফতেখার ইসলাম নিকাত, আফজাল হোসেন অভি এবং প্রতিষ্ঠানের শিক্ষক সানাউল্লাহ।

পুলিশ ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে , বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের বার্র্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র-ছাত্রী ছাড়াও সাবেক ছাত্র -ছাত্রী এবং স্থানীয় লোক জন সেখানে যায়। এক পর্যায়ে একই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র নিয়াজ হাসান শিশির, ইফতেখার ইসলাম নিকাত ও আফজাল হোসেন সেখানে যায় । এর এক পর্যায়ে জনৈক ছাত্রীকে উত্যাক্ত করাকে কেন্দ্র করে স্থানীয় ঘোনপাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে শেখ তুহিন এর সাথে তাদের বাক বিতন্ডা হয় । ওই সময় তুহিনের সাথে তাদের হাতাহতির ঘটনা ঘটে । এসময় লাঞ্ছিত হয়ে সেখান থেকে চলে যায় তুহিন। পরে প্রতিশোধ নিতে সে তার স্থানীয় দলবল নিয়ে সেখানে আবারো ফিরে আসে । এর এক পর্যায়ে তারা ওই ছাত্রদের উপর হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাত করে। এসময় তাদের রক্ষা করতে গেলে বহিরাগত হামলাকারীদের হাতে গুরুত্বর ভাবে আহত হন প্রতিষ্ঠানের শিক্ষক সানাউল্লাহ। পরে আহত ৪জনকে বগুড়া সরকারী শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতদের মধ্য নিয়াজ হাসান শিশির এর অবস্থা গুরুত্বর বলে জানা গেছে ।

এব্যপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এফএম বদিউজ্জামানের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়