শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে নিয়মিত ছাত্রকেই প্রার্থী দেবে আওয়ামী লীগ

আহমেদ জাফর: প্রায় ৩ দশক পরে ছাত্রদের অধিকার আদায়ের জায়গা ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী ১১ মার্চ। এ নির্বাচন নিয়ে ছাত্রলীগ আগে থেকে ততপর থাকলে এখন আর পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্রসংগঠনগুলো। তাই আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে থেকে দক্ষ্য, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শেখ হাসিনার ভিশনের লক্ষ্য পূরণের কাজ করবে এমন একজন নিয়মিত ছাত্রদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলও ততপর হয়ে ওঠেছে। প্রায় এক যুগ পরে তারা ক্যাম্পাসে জাগ্রত হয়েছে তারা। নির্বাচন নিয়ে ছাত্রদল, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন,বামপন্থি ছাত্র সংগঠনসহ যার যার দাবি দেয়া গুলো উপস্থাপন করে যাচ্ছে। তবে আওয়ামী লীগ ডাকসু নির্বাচন পরিচালনা করার জন্য ৫ সদস্য একটি পরিচালনা কমিটি করেছে। তারা নিয়মিতভাবে ছাত্রলীগের নেতাকর্র্মীদের নিয়ে বৈঠক করেছে যাচ্ছে।

আব্দুর রহমান বলেন, পূর্ব প্রস্তুতির ভিত্তিতে নির্বাচনে অংশ নেয়া হচ্ছে। আমরা নির্বাচনে জয়ের লক্ষে মাঠে নামেছি। শুধু সন্ধ্যাকালীন ছাত্র নয় সকল বিভাগের ছাত্রদের প্রাধান্য দিয়ে অধিকার নিশ্চত করা হবে। আমরা একজন নিয়মিত ছাত্রকে প্রার্থী করবো। যিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার ২০২১ সালের ভিশনের সফলতা আনতে কাজ করবে। ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবেন। নির্বাচনের প্যানেল হতে পারে ছাত্রলীগ ও বাইরের ছাত্রসংগঠন গুলোে সমন্বয়ে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের প্যানেল সর্ম্পকে বলেছেন, আমাদের প্রতিপক্ষরা যদি একটি জোট করতে চায়, এখানে আমাদের একটি জোটের কথা ভাবতে হবে। সমীকরণটা হবে মেরুকরণটা কীভাবে হচ্ছে, সেটা দেখে। ডাকসু নির্বাচন সামনে রেখে সমীকরণটা যেভাবে হবে, সেই মেরুকরণ অনুযায়ী আমরা চিন্তাভাবনা করবো। আমাদের দেখতে হবে, কারা কীভাবে মেরুকরণ করছে, জোট করছে। সে অনুযায়ী প্রতিপক্ষের বিষয়টি মাথায় রেখে আমাদের চিন্তভাবনা আছে। এখানে তো ছাত্রলীগ একা নয়। আরও বিভিন্ন ছাত্র সংগঠন আছে। ডাকসু নিবার্চন বন্ধ থাকায় বাংলাদেশের রাজনৈতিক ক্ষতি হয়েছে। এতো দিন ডাকসু নির্বাচন হলে, কম হলেও বিশজন ভালো ভালো নেতা তৈরি হতো। না হওয়ায় আামাদের দেশের ক্ষতি হয়েছে। নিদিষ্ট সময়ে নির্বাচন হবে। আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, এই নিবার্চন নিয়ে একটি পরিচালনা কমিটি করে দেয়া হয়েছে, তারা ভালো ভাবেই দেখভাল করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়