শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আরবদের সম্পদ ডাকাতির জন্য ইরান-ভীতি ছড়ানো হচ্ছে’

রাশিদ রিয়াজ : ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি বড় শক্তি সবসময় আরব বিশ্বে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে তাদের সম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছে। এর মাধ্যমে এসব শক্তি আরব দেশগুলোকে পাশ্চাত্যের প্রতি আরো বেশি নির্ভরশীল করে তুলতে চায়।

শনিবার কাতারের রাজধানী দোহায় আল-জাজিরা আয়োজিত এক অনুষ্ঠানে কাতারের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কামাল খাররাজি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে মধ্যপ্রাচ্যের জনগণের সামনে ইরানের ইমেজকে বিকৃতভাবে তুলে ধরে এ অঞ্চলের সরকারগুলোর কাছে অস্ত্র বিক্রির ন্যায্যতা সঠিক বলে প্রমাণ করা। ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার এই পথ গ্রহণ করা হয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর পশ্চিমা দেশগুলোর নিজস্ব নীতি চাপিয়ে দেয়ার জন্য।

কামাল খাররাজি বলেন, ইরানভীতি ছড়িয়ে দেয়ার জন্য পশ্চিমারা এ অঞ্চলে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। তবে ইরান-ভীতি ছড়ানোর কাছে যুক্তরাষ্ট্র বিশেষভাবে কাজ করছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পশ্চিমা অন্য নেতাদের কৌশল হচ্ছে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে এ অঞ্চলে বেশি সংখ্যক দেশকে তাদের ওপর নির্ভরশীল করে তোলা। কিন্তু এ অঞ্চলের জনগণ ও আরব বিশ্বের জানা উচিত যে, ইরান-ভীতি ছড়ানোর এই নীতি ব্যর্থ হবে এবং ইরানই শেষ পর্যন্ত টিকে থাকবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়