শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আরবদের সম্পদ ডাকাতির জন্য ইরান-ভীতি ছড়ানো হচ্ছে’

রাশিদ রিয়াজ : ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি বড় শক্তি সবসময় আরব বিশ্বে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে তাদের সম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছে। এর মাধ্যমে এসব শক্তি আরব দেশগুলোকে পাশ্চাত্যের প্রতি আরো বেশি নির্ভরশীল করে তুলতে চায়।

শনিবার কাতারের রাজধানী দোহায় আল-জাজিরা আয়োজিত এক অনুষ্ঠানে কাতারের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কামাল খাররাজি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে মধ্যপ্রাচ্যের জনগণের সামনে ইরানের ইমেজকে বিকৃতভাবে তুলে ধরে এ অঞ্চলের সরকারগুলোর কাছে অস্ত্র বিক্রির ন্যায্যতা সঠিক বলে প্রমাণ করা। ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার এই পথ গ্রহণ করা হয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর পশ্চিমা দেশগুলোর নিজস্ব নীতি চাপিয়ে দেয়ার জন্য।

কামাল খাররাজি বলেন, ইরানভীতি ছড়িয়ে দেয়ার জন্য পশ্চিমারা এ অঞ্চলে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। তবে ইরান-ভীতি ছড়ানোর কাছে যুক্তরাষ্ট্র বিশেষভাবে কাজ করছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পশ্চিমা অন্য নেতাদের কৌশল হচ্ছে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে এ অঞ্চলে বেশি সংখ্যক দেশকে তাদের ওপর নির্ভরশীল করে তোলা। কিন্তু এ অঞ্চলের জনগণ ও আরব বিশ্বের জানা উচিত যে, ইরান-ভীতি ছড়ানোর এই নীতি ব্যর্থ হবে এবং ইরানই শেষ পর্যন্ত টিকে থাকবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়