শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আরবদের সম্পদ ডাকাতির জন্য ইরান-ভীতি ছড়ানো হচ্ছে’

রাশিদ রিয়াজ : ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং অন্য কয়েকটি বড় শক্তি সবসময় আরব বিশ্বে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে তাদের সম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছে। এর মাধ্যমে এসব শক্তি আরব দেশগুলোকে পাশ্চাত্যের প্রতি আরো বেশি নির্ভরশীল করে তুলতে চায়।

শনিবার কাতারের রাজধানী দোহায় আল-জাজিরা আয়োজিত এক অনুষ্ঠানে কাতারের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কামাল খাররাজি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে মধ্যপ্রাচ্যের জনগণের সামনে ইরানের ইমেজকে বিকৃতভাবে তুলে ধরে এ অঞ্চলের সরকারগুলোর কাছে অস্ত্র বিক্রির ন্যায্যতা সঠিক বলে প্রমাণ করা। ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার এই পথ গ্রহণ করা হয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর পশ্চিমা দেশগুলোর নিজস্ব নীতি চাপিয়ে দেয়ার জন্য।

কামাল খাররাজি বলেন, ইরানভীতি ছড়িয়ে দেয়ার জন্য পশ্চিমারা এ অঞ্চলে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। তবে ইরান-ভীতি ছড়ানোর কাছে যুক্তরাষ্ট্র বিশেষভাবে কাজ করছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পশ্চিমা অন্য নেতাদের কৌশল হচ্ছে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে এ অঞ্চলে বেশি সংখ্যক দেশকে তাদের ওপর নির্ভরশীল করে তোলা। কিন্তু এ অঞ্চলের জনগণ ও আরব বিশ্বের জানা উচিত যে, ইরান-ভীতি ছড়ানোর এই নীতি ব্যর্থ হবে এবং ইরানই শেষ পর্যন্ত টিকে থাকবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়