শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দুটি ছবিতেই মৌলিকত্ব পেয়েছি’

বিনোদন প্রতিবেদক: গত শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে দুটি সিনেমা মুক্তি পায়। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও পরী মণি ও তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরি , বিদ্যা সিনহা মিম ও আঁচল।

গত শুক্রবার ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’(বিপিএল) এর ফাইনাল খেলা থাকার কারণে সেদিন সিনেমা দুটির প্রেক্ষাগৃহে দর্শক তেমন ছিলো না। তবে পরদিন শনিবার দর্শক সংখ্যা কিছুটা দেখা গেছে ঢাকার হলগুলোতে।

সরেজমিনে, ঢাকার শ্যামলি হলে গিয়ে দেখা যায় এ হলে চলছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিটির মুক্তির প্রথম দিন দর্শক সংখ্যা কম হলেও পরদিন শনিবার সন্ধার শোতে দর্শকদের উপস্থিতিস বেড়ে গেছে। আশানুরুপ দর্শক না হলেও সিনেমা হল চলতে যেমনটি দর্শক দরকার তাই হয়েছে বলে হল কর্মকর্তারা জানিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি দেখে মুগ্ধ হচ্ছেন সিনেমাপ্রেমীরা। সিনেমা প্রেমীরা বলছেন ভালো সিনেমা হলে আমরা যারা দর্শক আছি তারা সিনেমা দেখতে হলে আসি। সেই সুবাধে এই সিনেমাটি দেখতে এসেছিলাম তবে ছবিটি দেখে হতাশ হয়নি ভালো লেগেছে।
৬টার শো দেখেন আজগর আলী।

তিনি বলেন, ‘‘আমি চেষ্টা করি মুক্তি পাওয়া নতুন সিনেমা দেখার। মাঝে মাঝে দেখার সুযোগ হয় না। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি দেখেছি। দেখে মনে হলো অনেক দিন পর মৌলিক গল্পের একটি সিনেমা দেখলাম। সিনেমাটিতে পরীমনি ও আরজু ভালো অভিনয় করেছেন। আমার কাছে ভালো লেগেছে।’’

অন্যদিকে তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ ছবিটি চলছে সারাদেশের ৪২টি প্রেক্ষাগৃহে। এ ছবিটি নিয়েও দর্শকদের আগ্রহ ব্যাপক লক্ষ করা গেছে। ছবিটির অভিনেতা অভিনেত্রীদের যুুগোপুযোগী অভিনয় দর্শকদের মন কেড়েছে।

আজ রোববার সিনেমা প্রেমী রাজন শিকদার আমাদের সময় ডট কমকে বলেন, ‘আমি শুক্রবারের দুটি মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখেছি। ছবি দুটি আমার কাছে ভালো লেগেছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছবি দুটির মধ্যেই মৌলিক গল্পের ছোঁয়া পেয়েছি। যা বাংলা চলচ্চিত্রের জন্য আনন্দদায়ক। শুধু এটুকু বলার আছে দেশীয় সংস্কৃতি মেনে মৌলিক গল্প নির্ভর সিনেমা তৈরি করলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়