জান্নাতুল ফেরদৌসী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়েছে। আওয়ামী লীগ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। সুপেয় পানি, সড়ক উন্নয়ন, জনস্বাস্থ্য সেবা নিশ্চিতে করতে হবে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরি করে তা দ্রুত বাস্তবায়ন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।