বরিশাল প্রতিনিধি: ঢাকার শাহবাগ থানার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আফরোজা খানম নাসরিনকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। নগরীর সদর রোড থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানা সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার শাহাবাগ থানায় ২০১৭ সালের ৩১ জানুয়ারি হত্যা প্রচেষ্টা, হামলা, ভাংচুরসহ আটটি ধারায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ওই দিন বেলা এগারোটায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে নগরীতে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন আফরোজা খানম নাসরিন।