শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনও তামাশায় পর্যবসীত হতে যাচ্ছে বললেন সাইফুল হক

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো আর একটি তামাশায় পর্যবসীত হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বরের নজিরবিহীন ভোট জালিয়াতি আর ভোট ডাকাতির পর নির্বাচনের সামান্যতম বিশ্বাস সযোগ্যতাকেও ধ্বংস করে দেয়া হয়েছে। শনিবার পার্টির গৃহীত প্রস্তাবে সভায় তিনি এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এই প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। সরকার ও নির্বাচন কমিশন মিলে গোটা নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে দেয়া হয়েছে। প্রস্তাবে বলা হয় উপজেলা পরিষদসহ দেশের সমগ্র স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকরি হয়ে যাওয়ার কারণে উপজেলা পরিষদ নির্বাচন তার কার্যকারিতা হারিয়েছে।

তিনি বলেন, সরকারি হস্তক্ষেপের কারণে এবং প্রয়োজনীয় নীতিমালা না থাকায় স্থানীয় সরকার এই পর্যস্ত স্বশাসিত, গণতান্ত্রিক ও ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি। প্রস্তাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক জবাবদিহীমূলক ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলারও সিদ্ধান্ত নেয়া হয়।

সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য আরো রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, মাহমুদ হোসেন, শাহাদাৎ হোসেন খোকন, খলিলুর রহমান, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মো. শিমুল, ইমরান হোসেন ও হালিমা খাতুন প্রমুখ। অপর এক প্রস্তাবে সড়কের নৈরাজ্য বন্ধ করে সড়ক নিরাপদ করতে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়