রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও জাতীয় নির্বাচনের মতো আর একটি তামাশায় পর্যবসীত হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বরের নজিরবিহীন ভোট জালিয়াতি আর ভোট ডাকাতির পর নির্বাচনের সামান্যতম বিশ্বাস সযোগ্যতাকেও ধ্বংস করে দেয়া হয়েছে। শনিবার পার্টির গৃহীত প্রস্তাবে সভায় তিনি এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক বলেন, দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলতে আর কিছুই অবশিষ্ট নেই। এই প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। সরকার ও নির্বাচন কমিশন মিলে গোটা নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে দেয়া হয়েছে। প্রস্তাবে বলা হয় উপজেলা পরিষদসহ দেশের সমগ্র স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকরি হয়ে যাওয়ার কারণে উপজেলা পরিষদ নির্বাচন তার কার্যকারিতা হারিয়েছে।
তিনি বলেন, সরকারি হস্তক্ষেপের কারণে এবং প্রয়োজনীয় নীতিমালা না থাকায় স্থানীয় সরকার এই পর্যস্ত স্বশাসিত, গণতান্ত্রিক ও ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি। প্রস্তাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক জবাবদিহীমূলক ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলারও সিদ্ধান্ত নেয়া হয়।
সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য আরো রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, মাহমুদ হোসেন, শাহাদাৎ হোসেন খোকন, খলিলুর রহমান, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মো. শিমুল, ইমরান হোসেন ও হালিমা খাতুন প্রমুখ। অপর এক প্রস্তাবে সড়কের নৈরাজ্য বন্ধ করে সড়ক নিরাপদ করতে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।