মারুফুল আলম : অমর একুশে বই মেলায় ই-বুকের স্টলগুলোতে ভিড় রয়েছে পাঠকের। সংশ্লিষ্টরা বলছেন, বইয়ের বিশাল সংগ্রহ এবং পুরনো প্রয়োজনীয় বই থাকায় এর ব্যবহার দিনে দিনে বাড়ছে।
জনপ্রিয়তা বেড়ে চলেছে ই-বুকের। গ্রাহকপ্রিয়তা এবং সময়ের চাহিদার কারণে এবার বই মেলায় বসেছে অনলাইন ভিত্তিক বইয়ের স্টল। সহজলভ্য হওয়ায় তরুণদের একটি বড় অংশ বেছে নিচ্ছেন বইয়ের ডিজিটাল রূপান্তরকে।
কয়েক ইঞ্চি ডিজিটাল স্ক্রিন। এর মধ্যেই অসংখ্য বই। বই এখন শুধু ব্যাগ, টেবিল বা আলমারিতেই থাকছে না, প্রযুক্তির ছোঁয়ায় চলে এসেছে মুঠোফোন বা ট্যাবেও। কম দাম ও সহজলভ্য, নানা কারণেই ই-বুক এখন হয়ে উঠছে পাঠকের নিত্যসঙ্গী।
সৃজনশীল পাঠকরা বলছেন, যে মাধ্যমেই আসুক না কেন বই, তা থাকুক হাতের মুঠোয়, যাপিত জীবনের অংশ হয়ে।