শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ

ঢাকাটাইমস :  পূর্বাচলে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরির জন্য ৩৭.৪৯ একর জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের মধ্যে সেখানে গড়ে উঠবে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ করেছে বিসিবি।

এই স্টেডিয়াম নিয়ে সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘স্টেডিয়ামের পুরোটা করবে বিসিবি। আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। আয়তন বেশি হবে। এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব। যার দর্শক ধারণ ক্ষমতা হবে কমপক্ষে ৫০ হাজার। এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে সব করা হবে। সঙ্গে পাঁচ তারকা মানের একটা হোটেলও সেখানে চাচ্ছি।’

নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রথমে বিসিবিকে ১৭ একর জমি দিতে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বিসিবির চাওয়া ছিল ৩০ একর। দুই পক্ষের মতবিরোধ নিয়ে তাই থেমে ছিল স্টেডিয়ামটির নির্মাণ কাজ। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিঠি দিয়ে দু’পক্ষকে আলোচনায় বসার কথা বলা হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে ৩৭.৪৯ একর জমি দেওয়া হয় বিসিবিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়