রাকিব উদ্দীন : নিঃসন্দেহে বলা যায় আন্তর্জাতিক ফুটবলে স্পেন ও জার্মানির অভাবনীয় জনপ্রিয়তা রয়েছে বিশ্বে। কিন্তু ক্রিকেটে তাদের কোন খ্যাতি নেই বললেই চলে। অবাক করা ব্যাপার হলো, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে স্পেন ও জার্মানির! জি হ্যা, ঠিকই শুনছেন। নিজেদের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের ঘোষণা দিলো স্পেন ও জার্মানি ক্রিকেট দল।
এছাড়াও জেনে অবাক হবেন যে ইউরোপে ক্রিকেটের অন্যতম উদীয়মান দল জার্মানি ক্রিকেট দল। স্পেনও হাটিহাটি পা করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ক্রিকেটে। জানুয়ারিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি স্ট্যাটাস পাওয়ার পর সম্প্রতি নিজেদের ভিন্ন সিরিজ ঘোষণা করে দুই দল।
নিজেদের প্রথম দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজে স্পেন মুখোমুখি হবে অপর ইউরোপীয় দল ফিনল্যান্ডের। স্বাগতিক হিসেবে থাকছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের কেরাভা জাতীয় ক্রিকেট মাঠে আগস্টের ১৬ থেকে ১৮ তারিখ ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ফিরতি সিরিজ খেলতে ২০২০ এর বসন্তে স্পেন সফর করবে ফিনল্যান্ড জাতীয় দল।
https://twitter.com/CricketFinland/status/1092115805930692609
অপরদিকে জার্মানি দুইটি ভিন্ন দলের বিপক্ষে দুইটি আলাদা সিরিজের ঘোষণা দিয়েছে। মে মাসের শুরুতে বেলজিয়াম সফর করবে জার্মান দল। বেলজিয়ামের ব্রাসেলস শহরে তাদের বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে জার্মানি। একই মাসের শেষের দিকে নিরপেক্ষ ভেন্যু নেদারল্যান্ডে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ইতালির বিপক্ষে।
https://twitter.com/Cricket_Germany/status/1090317044162195463
কম জনপ্রিয় দেশগুলোতে ক্রিকেটকে জনপ্রিয় ও এর ব্যাপারে আগ্রহ বাড়ানোর জন্য গত বছর আইসিসি তার সদস্য ১০৪টি দেশকেই টি টোয়েন্টি স্ট্যাটাস প্রদান করে। নারীদের খেলায় তা কার্যকর হয় গত বছরের ১লা জুলাই। পুরুষদের জন্য এটি কার্যকর হয়েছে ১লা জানুয়ারী, ২০১৯ থেকে। সকল দলের সম্মিলিত টি টোয়েন্টি র্যাঙ্কিংও প্রকাশ করবে আইসিসি। ক্রিকটাইম