শিরোনাম
◈ অনলাইন জুয়ার দাপট ঠেকাতে বিল পাস, ভারতে নিষিদ্ধ ৫ অ্যাপ ◈ রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল ◈ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যা বললেন ডিএমপি ◈ যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের স্কুলে গুলি, নিহত ২, আহত ২০ (ভিডিও) ◈ আবারও নেপালকে হারালো বাংলাদেশ, প্রীতির হ্যাটট্রিক ◈ শোয়েব আখতার ভাব‌বেন না, এই ক্রিকেটার ইন্টার‌নে‌টে ভাইরাল, খেলবেন এশিয়া কাপে ◈ হিমাগারে আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিলো সরকার ◈ ব্রাহ্মণপাড়ায় আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা ◈ বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিটের বাকি ৫০ দিন; নতুন প্রস্তাব নিয়ে ব্রাসেলসে থেরেসা

লিহান লিমা: নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে উপায় খুঁজবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে । বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয় নেতাদের কাছে নতুন ব্রেক্সিট প্রস্তাব তুলে ধরবেন থেরেসা। বিবিসি, সিএনএন, ইয়ন

বিবিসি জানায়, থেরেসা ব্রাসেলসে ইইউ নেতাদের বলবেন, ইউকে উত্তর আয়ারল্যান্ড সীমান্ত নিয়ে ‘ব্যাকস্টপ’ এর ফাঁদে পড়বে না। থেরেসা আরো বলবেন, যদি তার নতুন প্রস্তাব এমপিদের সমর্থন লাভ করে তবে এই চুক্তি অবশ্যই পরিবর্তন আনবে। এর আগে গত মাসে থেরেসার কট্টর ব্রেক্সিটের প্রস্তাব নাকচ করে এমপিরা বিকল্প প্রস্তাবের আহ্বান জানিয়েছিলো।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ব্রিটেনে হাতে সময় আছে আর ৫০ দিন। কিন্তু এখনো ব্রেক্সিট প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ইতোমধ্যেই ইউরোপিয় কমিশনের প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার জানিয়েছেন, থেরেসা জানেন ইউরোপিয় ইউনিয়ন চুক্তি নিয়ে আলোচনার দরজার এরপর আর উন্মুক্ত করবে না। বুধবার ইউরোপিয় কাউন্সিলের প্রেেিসডন্ট ডোনাল্ড ট্রাস্ক স্পষ্ট বলে দিেেছন, যারা কোন পরিকল্পনা ব্যতিতই ব্রেক্সিটের চিন্তা করবে তাদের জন্য নরকে বিশেষ স্থান বরাদ্দ রয়েছে।

লেবার দলের নেতা জেরেমি করবেন তার দলের ব্রেক্সিট প্রস্তাব সমর্থনের প্রেক্ষিতে ৫টি দাবি বেঁধে দিয়েছেন। করবিন জানিয়েছেন, লেবাররা বৃহৎ পরিসরের কাস্টম ইউনিয়ন, সহযোগিতামূলক একক বাজার, অধিকার সুরক্ষা, ইইউ’র সংস্থাগুলোর প্রতি স্পষ্ট দায়বদ্ধতা এবং ভবিষ্যত নিরাপত্তার নিশ্চয়তার চুক্তি চায়। প্রসঙ্গত, ২৯ মার্চ ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়