শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভারটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনে ঘরের মাঠে ২-০ ব্যাবধানে ম্যাচ জিতে ম্যানসিটি। দলের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও এমেরিক লাপোর্তে। এই জয়ে লিভারপুলের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে শীর্ষে উঠে যায় সিটি।

ম্যাচের শুরু থেকে ম্যাচের লাগাম সিটির হাতে থাকলেও গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। এসময় ডেভিড সিলভার সেট-পিচ থেকে হেডে দারুণ গোল করেন ফরাসি সেন্টারব্যাক এমেরিক লাপোর্তে। চলতি মৌসুমে সেট-পিচ থেকে ১৭তম গোল হজম করে এভারটন।

ম্যাচের পুরো নিয়ন্ত্রণই ছিল ম্যানসিটি হাতে। পুরো ম্যাচে অতিথি ডিফেন্ডারদের একবারের জন্যেও পরীক্ষায় ফেলতে পারেননি এভারটন ফরোয়ার্ডরা। তবে বলের দখল থাকলেও সেভাবে গোল পাচ্ছিল না সিটি। অবশেষে যোগ করা সময়ে (৯৭ মিনিটে) দ্বিতীয় গোল পায় তারা। পরিবর্ত হিসেবে নামা কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট ম্যানসিটির। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট একই। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পার। সমানসংখ্যক ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচনম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়