মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের ১৬তম ক্রীড়া প্রতিযোগীতা ও ২০১৮ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে তৃনমূলের ভোটে বিজয়ী মন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাহন শেখ, শাহীন শেখ, স্বপন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন। শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আকবর শিকদার, ব্যবসায়ী আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি এসএম মুরাদ, শাহিনুর আলম শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব ঘোষ, বাবু মৃধা, সুজন শিকদার, বিদ্যুৎ, নাহিদ প্রমূখ।