শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির র‌্যাংকিংয়ের ট্রেন্ট বোল্ট তৃতীয়

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে র‌্যাংকিংয়ে বেশ উন্নতি হয়েছে কিউই পেস তারকা ট্রেন্ট বোল্টের। পাঁচ ম্যাচের সিরিজে ১২ উইকেট শিকার করা এই বাঁহাতি সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন তৃতীয়তে।

চতুর্থ ম্যাচে ২১ রানে পাঁচ উইকেট শিকার করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বোল্ট। পুরো সিরিজ জুড়ে দারুণ বোলিং করার পুরস্কার এবার পেলেন তিনি।
বোল্টের পাশাপাশি বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল এবং পেসার ভুবনেশ্বর কুমারের। ষষ্ঠ নম্বরে থেকে সিরিজ শুরু করা চাহাল বর্তমানে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চমে। অপরদিকে ছয় ধাপ এগিয়ে ভুবনেশ্বরের অবস্থান এখন ১৭তম তে।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদবের। তিন ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে অবস্থান ধোনির। যেখানে যাদব এগিয়েছেন ৮ ধাপ এবং ৩৫তম স্থানটি দখলে নিয়েছেন তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের পর ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রোটিয়া ওপেনার কুইন্ট ডি কক, হাশিম আমলা এবং রিজা হেন্ডরিক্সের।

এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন ডি কক। অপরদিকে আমলা তিন ধাপ এগিয়ে ১৩তম এবং হেন্ডরিক্স ৩৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯৪তম স্থানে। বোলারদের মধ্যে আন্দাইল ফেহলুকায়ো সিরিজে ৮ উইকেট শিকার করে ১৩ ধাপ এগিয়ে ১৯তমতে উঠেছেন। এছাড়া উন্নতি হয়েছে ডুয়াইন প্রিটোরিয়াসেরও। ৫৩ তম থেকে ৪৪ তম স্থানে উঠে এসেছেন তিনি।

পাকিস্তান দলের মধ্যে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইমাম উল হক এবং শাহিন শাহ আফ্রিদির। ব্যাটসম্যানদের তালিকায় ইমাম তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং১৬ তমতে উঠে এসেছেন। আর বোলারদের মধ্যে ৩৮ ধাপ উন্নতি হয়ে ৭৪ এ আছেন পেসার শাহিন আফ্রিদি। এছাড়াও অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল দুই ধাপ এগিয়ে ৩০তম এবং শন মার্শ ৬০ থেকে এগিয়ে ৪৩তম তে অবস্থান করছেন।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পেসার মোহাম্মদ নাভেদ এবং নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানেরও। নাভেদ ৬ ধাপ এগিয়ে ৫৭তম ও লামিচানে ১৬ ধাপ এগিয়ে ১৩৪ তম স্থানে উঠে এসেছেন।

আর সেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষ স্থানটি দখলে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দ্বিতীয়তে। তার পর যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন মোহাম্মদ নবি, মোহাম্মদ হাফিজ এবং মঈন আলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়