হ্যাপি আক্তার: দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও অপরাধ দমনে পুলিশের গৌরবজনক ভূমিকা অব্যাহত রাখতে হবে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, এটি বাস্তব, যে মামলাগুলো দেয়া হয় সেগুলো সময় মতো সম্পন্ন হয় না। মামলাগুলো যারা পরিচালনা করেন সেখানে ঘাটতি আছে। মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য বিশেষ উদ্যোগ নেয়া উচিত। আপনাদের (পুলিশ) পক্ষ থেকে একটি টিম থাকা উচিত, যে মামলাগুলো হলো তাদের ভাগ্য কি হলো। কারণ অসহায় দরিদ্র মানুষের যে ভুগান্তি তার জন্য আলাদা ব্যবস্থা নেয়া দরকার। মামলাগুলো কিভাবে চলবে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেয়া দরকার ।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। দেশের জিনিস বিদেশিদের হাতে তুলে দেব এই নীতি নিয়ে বড় হইনি, তৈরি হইনি। একটি নীতি নিয়েই আমরা চলি, যে দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো।
তিনি আরো বলেন, বিএনপির আমলে দেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ান হয়েছিলো। তাদের অপকর্মের ফলে দেশের মানুষ সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলো। আমরা সরকারে এসে নিজের ভাগ্য গড়া নয়, দেশের মানুষের মানুষের ভাগ্য কিভাবে গড়বো সেটার ওপরেই গুরুত্ব দিয়েছি। সে লক্ষ্যেই কাজ করছি এবং তার সুফল দেশের মানুষ পাচ্ছে।