শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাগ দেয়ায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

সাজিয়া আক্তার : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে র‌্যাগ দেয়ায় ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূত্র : যমুনা টিভি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোঃ রাজেশ হোসাইন শিথিল ও মাহামুদুল হাসান নামে দুই শিক্ষার্থীকে ২ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে ইলেট্রিকাল এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ শিক্ষার্থী র‌্যাগ দেয়। পরে সেই র‌্যাগিং এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছেড়ে দেয়া হয়। যা পরবর্তীতে ভাইরাল হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দ্রুত বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধের জন্য বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের কাছে জোর দাবি জানায় শিক্ষার্থীরা।

এদিকে ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় সুষ্ঠু বিচার পেয়েছেন বলে জানিয়েছেন র‌্যাগিং-এর শিকার হওয়ায় শিক্ষার্থী মোঃ রাজেশ হোসাইন শিথিল ।

বহিষ্কৃত ছাত্ররা হলো- ইলেট্রিকাল এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিপন আহম্মেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তূর্যয় হাওলাদার, নাদিম ইসলাম ও আশিকুজ্জামান খান লিমন। তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়