শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্রাই দুই ভূয়া পরীক্ষার্থী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে চলতি মাধ্যমিক স্কুল (এসএসসি) ও দাখিল সার্টিফিকেট পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (পক্সি) দিতে এসে দুই ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববার আত্রাই উপজেলার দলিল লেখক সমিতি মাদ্রাসা থেকে পরীক্ষা চলাকালীন সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার ক্ষুদ্রঝিনা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাসুদ রানা (১৮) ও বড়বিহালা গ্রামের আবু বক্করের ছেলে ফয়সাল আহমেদ (১৯)।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনের মতো সকাল ১০ টা থেকে দলিল লেখক সমিতি মাদ্রাসায় পরীক্ষা শুরু হয়। আত্রাই উপজেলার বড়াইকুড়ি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হামিদুল হক ও আব্দুর রউফের হয়ে মাসুদ রানা ও ফয়সাল আহমেদ নামে দুই যুবক দাখিল পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরুর ১ ঘন্টা পর কক্ষে দায়িত্বরত শিক্ষক উপস্থিতি তালিকায় স্বাক্ষর করার সময় প্রবেশপত্রের ছবির সাথে ওই দুই যুবকের কোন মিল পাচ্ছিলেন না। পরে কেন্দ্রে দায়িত্বরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানকে জানানো হয়। এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানাউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভূয়া পরীক্ষার্থী মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর কেউ আছে কিনা। তার দেয়া তথ্যে অপরজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে।

উল্ল্যেখ, গতবছর ওই কেন্দ্র থেকে এক ভূয়া পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার সময় কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলে কেন্দ্র থেকে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়