আশরাফ রাসেল : অ্যান্টিগাতে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিনদিনের মধ্যেই জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। অ্যান্টিগাতে ম্যাচের দ্বিতীয় দিনেই ঘটেছিল এক মর্মস্পর্শী ঘটনা। ক্যারিবীয় দলের তরুণ ফাস্ট বোলার আলজারি জোসেফ মাঠেই মায়ের মৃত্যু সংবাদ পান। মায়ের মৃত্যু সংবাদেও বিচলিত না হয়ে দারুণ পারফরম্যান্স করেন তিনি।
অ্যান্টিগাতে বড় জয়ের পর নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যারিবীয় দলনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘এই অনুভূতি বর্ণনা করা খুবই কঠিন। জোসেফের মায়ের মস্তিষ্কে টিউমার ছিল। তাছাড়া তিনি কিছু সময়ের জন্য অসুস্থও ছিলেন। কিন্তু এভাবে ওনার চলে যাওয়াটা জোসেফের জন্য সত্যি কষ্টকর।’
দশ উইকেটে জেতা ম্যাচটি জোসেফের মায়ের প্রতি উৎসর্গ করেছে উইন্ডিজ ক্রিকেট দল। হোল্ডার বলেন, ‘জোসেফ হৃদয় দিয়ে মাঠে থাকার জন্য চেষ্টা করেছে, আমার মনে হয় তার পক্ষেই শুধু সক্ষম হয়েছে, বিকেলে তিনি যেভাবে দৌড়েছিলেন, ব্যতিক্রমী ছিল সেই দৃশ্য। ভাগ্যের সঙ্গে তিনি ছেড়ে দিয়েছেন তার সকল কিছু। আমরা এই জয়টি জোসেফের মা’কে উৎসর্গ করলাম।’