শিরোনাম
◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?   ◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান!

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছর পর উইজডেন ট্রফি হারিয়ে হতাশ জো রুট

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে ‘দ্য উইজডেন ট্রফি’ জিতে নিল স্বাগতিক উইন্ডিজ। যা অনেক বেশি হতাশ করেছে ইংলিশ অধিনায়ক জো রুটকে। তবে নিজেদের বাজে পারফরম্যান্সের কারণেই যে হেরেছে ইংল্যান্ড তা অকপটে স্বীকার করে নিলেন রুট।

২০০৯ সাল থেকে জিতে আসা এই ট্রফি এবারও নিজেদের ঘরে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে ইতিমধ্যে পরাজিত হয়েছে তার দল। কিন্তু যে আশা নিয়ে উইন্ডিজ সফরে এসেছিলেন, তা কতটা কঠিন প্রথম ম্যাচ খেলেই টের পেয়েছিলেন রুট।

ব্রিজটাউনে প্রথম ম্যাচে ৩৮১ রানের পরাজয়ের পর অ্যান্টিগায় দ্বিতীয় ম্যাচে দশ উইকেটের পরাজয়। হজম করতে কষ্ট হয়েছে ইংলিশদের, তবে অনেক কিছু শিক্ষা পেয়েছে ইংল্যান্ড, জানিয়েছেন রুট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রুট বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা এখানে সিরিজটি জিততে এসেছি এবং এক ম্যাচ যেতেই আমরা বুঝতে পেরেছি এখানে সিরিজ জেতা অনেক কঠিন। আমরা খুব বাজে খেলেছি, আমাদের পারফর্মও খারাপ ছিল, দল হিসেবে এটা মেনে নিতেই হতে। এখানে আমরা অনেক কিছু শিখেছি।’

অ্যান্টিগায় এসে সিরিজ সমতায় ফেরার জন্য মরিয়া ছিল ইংল্যান্ড। কিন্তু উইন্ডিজ তিন পেসার কিমার রোচ, আলজারি জোসেফ এবং জেসন হোল্ডারের বিধ্বংসী বোলিংয়ে দুই ইনিংসে ১৮৭ এবং ১৩২ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

চতুর্থ ইনিংসে উইন্ডিজদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪ রানের। ২.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা, কোন উইকেট না হারিয়ে। দশ উইকেটের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে তারা। ২০০৯ সালের পর এবার উইন্ডিজদের হাতে ‘দ্য উইজডেন ট্রফি’ দিতে বাধ্য হয় ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়