শিরোনাম
◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছর পর উইজডেন ট্রফি হারিয়ে হতাশ জো রুট

স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে ‘দ্য উইজডেন ট্রফি’ জিতে নিল স্বাগতিক উইন্ডিজ। যা অনেক বেশি হতাশ করেছে ইংলিশ অধিনায়ক জো রুটকে। তবে নিজেদের বাজে পারফরম্যান্সের কারণেই যে হেরেছে ইংল্যান্ড তা অকপটে স্বীকার করে নিলেন রুট।

২০০৯ সাল থেকে জিতে আসা এই ট্রফি এবারও নিজেদের ঘরে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে ইতিমধ্যে পরাজিত হয়েছে তার দল। কিন্তু যে আশা নিয়ে উইন্ডিজ সফরে এসেছিলেন, তা কতটা কঠিন প্রথম ম্যাচ খেলেই টের পেয়েছিলেন রুট।

ব্রিজটাউনে প্রথম ম্যাচে ৩৮১ রানের পরাজয়ের পর অ্যান্টিগায় দ্বিতীয় ম্যাচে দশ উইকেটের পরাজয়। হজম করতে কষ্ট হয়েছে ইংলিশদের, তবে অনেক কিছু শিক্ষা পেয়েছে ইংল্যান্ড, জানিয়েছেন রুট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রুট বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা এখানে সিরিজটি জিততে এসেছি এবং এক ম্যাচ যেতেই আমরা বুঝতে পেরেছি এখানে সিরিজ জেতা অনেক কঠিন। আমরা খুব বাজে খেলেছি, আমাদের পারফর্মও খারাপ ছিল, দল হিসেবে এটা মেনে নিতেই হতে। এখানে আমরা অনেক কিছু শিখেছি।’

অ্যান্টিগায় এসে সিরিজ সমতায় ফেরার জন্য মরিয়া ছিল ইংল্যান্ড। কিন্তু উইন্ডিজ তিন পেসার কিমার রোচ, আলজারি জোসেফ এবং জেসন হোল্ডারের বিধ্বংসী বোলিংয়ে দুই ইনিংসে ১৮৭ এবং ১৩২ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

চতুর্থ ইনিংসে উইন্ডিজদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪ রানের। ২.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা, কোন উইকেট না হারিয়ে। দশ উইকেটের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে তারা। ২০০৯ সালের পর এবার উইন্ডিজদের হাতে ‘দ্য উইজডেন ট্রফি’ দিতে বাধ্য হয় ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়