শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পর্যটন শিল্প বিকাশে কর্মশালা

মঞ্জুর মোর্শেদ : শেরপুরে জেলা পর্যায়ে জনসাধারণকে স্থানীয় পর্যটন শিল্প সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। তিনি বলেন, শেরপুর পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় একটি জেলা। এ জেলায় রয়েছে প্রাকৃতিক শালবন ও পাহাড় বেষ্টিত গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্ক, পানিহাতা তারানি, সীমান্ত সড়কসহ দৃষ্টিনন্দন নানা স্থাপনা। পর্যটকদের কাছে এ জেলার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দয্যের কথা তুলে ধরতে হবে এবং একটি আকর্ষণীয় পর্যটনের শহর হিসেবে রূপান্তরিত করার জন্য সবাইকে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ শামস উদ্দিন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য প্রমুখ।

শেরপুর পর্যটনের নানা সম্ভাবনাময় দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন। পরে শেরপুরের গারো পাহাড় ও ঐতিহ্যবাহী স্থান নিয়ে তৈরি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় ।

কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়