আফজাল হোসেন (শ্রীপুর উপজেলা প্রতিনিধি): বাংলাদেশের প্রতিটি আন্দোলনের লড়াকু সৈনিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ট সহচর বিগত পাঁচ বারের জাতীয় নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত সফল সাংসদ অ্যাডভোকেট রহমত আলী গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক সাংসদ পুত্র অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় উনার পিতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অ্যাডভোকেট রহমত আলী দীর্ঘ্যদিন ধরে কিডনি রোগসহ ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালে ভর্তি করা হয়।
রহমত আলী ১৯৫৬ সালে মাত্র এগারো বছর বয়সে রাজনীতিতে পদার্পন করেন।১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিলের আন্দোলন,৬৬ এ ছয় দফা আন্দোলন, ৬৯ এ গণআন্দোলন, ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ব ও এরশাদ বিরোধী আন্দোলনসহ সব কয়টি আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখেন তিনি।একটি বাড়ি একটি খামারের প্রবক্তাও ছিলেন এই বর্ষীয়ান নেতা।