শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে গণতন্ত্রের কবর থেকে ফিরে এসেছে দেশ: অ্যাটর্নি জেনারেল ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফউদ্দিনের অনুপ্রেরণা আফ্রিদি

আশরাফ রাসেল : আঙ্গুলে ইনজুরি থাকা অবস্থায়ও চোট নিয়ে বোলিং করে শেষ ওভারে দলকে এক রানের জয় এনে দিয়েছেন কুমিল¬ার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। চোট নিয়ে বোলিং করার সময় তিনি অনুপ্রাণিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির থেকে।
পায়ে চোট থাকা অবস্থায় এই ম্যাচে খেলেছেন আফ্রিদি। ব্যথা থাকলেও চার ওভার বোলিং করেছেন দলের জন্য। এতেই অনুপ্রাণিত হয়ে বল হাতে নিয়েছিলেন সাইফউদ্দিন।

দলের প্রয়োজনে তখন আর আঙ্গুলের ব্যথা অনুভব হয়নি সাইফউদ্দিনের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন,

'মেহেদি-রিয়াজ ভাই অনেক ভালো বোলিং করেছেন। আফ্রিদি ভাইকে ধন্যবাদ জানাতেই হয়, উনার পায়ে অনেক ব্যথা ছিল তারপরও দলের জন্য সে যেভাবে বোলিং করেছেন উনার থেকেই অনুপ্রাণিত হয়েই শেষ ওভারে বোলিং করতে এসেছিলাম।

'উনি হাঁটতে পারছিলেন না তারপরও দলের জন্য ৪ ওভার বোলিং করেছেন। সেক্ষেত্রে আমিও ব্যথা নিয়ে দলের জন্য বোলিং করে গিয়েছি।
লো স্কোরিং ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হয় বিষয়টি জানা ছিল সাইফউদ্দিনের। মিরপুরের উইকেটে ১২৮ রানের লক্ষ্য তাড়া করাও সহজ নয়, তাই তাঁদের লক্ষ্য ছিল পাওয়ার প্লে’তে দ্রুত উইকেট নেয়ার।
তিনি আরও বলেন, 'ক্রিকেট সবসময়ই মজার খেলা। লো স্কোরিং ম্যাচগুলো আরও বেশী কঠিন হয়, প্রায় সব ম্যাচই। বিশেষ করে মিরপুরের উইকেটে, এখানে ব্যাটিং করা এতো সহজ নয়। রান তাড়া করা সব সময়ই কঠিন এখানে। আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে উইকেট নেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়