শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফউদ্দিনের অনুপ্রেরণা আফ্রিদি

আশরাফ রাসেল : আঙ্গুলে ইনজুরি থাকা অবস্থায়ও চোট নিয়ে বোলিং করে শেষ ওভারে দলকে এক রানের জয় এনে দিয়েছেন কুমিল¬ার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। চোট নিয়ে বোলিং করার সময় তিনি অনুপ্রাণিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির থেকে।
পায়ে চোট থাকা অবস্থায় এই ম্যাচে খেলেছেন আফ্রিদি। ব্যথা থাকলেও চার ওভার বোলিং করেছেন দলের জন্য। এতেই অনুপ্রাণিত হয়ে বল হাতে নিয়েছিলেন সাইফউদ্দিন।

দলের প্রয়োজনে তখন আর আঙ্গুলের ব্যথা অনুভব হয়নি সাইফউদ্দিনের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন,

'মেহেদি-রিয়াজ ভাই অনেক ভালো বোলিং করেছেন। আফ্রিদি ভাইকে ধন্যবাদ জানাতেই হয়, উনার পায়ে অনেক ব্যথা ছিল তারপরও দলের জন্য সে যেভাবে বোলিং করেছেন উনার থেকেই অনুপ্রাণিত হয়েই শেষ ওভারে বোলিং করতে এসেছিলাম।

'উনি হাঁটতে পারছিলেন না তারপরও দলের জন্য ৪ ওভার বোলিং করেছেন। সেক্ষেত্রে আমিও ব্যথা নিয়ে দলের জন্য বোলিং করে গিয়েছি।
লো স্কোরিং ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হয় বিষয়টি জানা ছিল সাইফউদ্দিনের। মিরপুরের উইকেটে ১২৮ রানের লক্ষ্য তাড়া করাও সহজ নয়, তাই তাঁদের লক্ষ্য ছিল পাওয়ার প্লে’তে দ্রুত উইকেট নেয়ার।
তিনি আরও বলেন, 'ক্রিকেট সবসময়ই মজার খেলা। লো স্কোরিং ম্যাচগুলো আরও বেশী কঠিন হয়, প্রায় সব ম্যাচই। বিশেষ করে মিরপুরের উইকেটে, এখানে ব্যাটিং করা এতো সহজ নয়। রান তাড়া করা সব সময়ই কঠিন এখানে। আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে উইকেট নেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়