শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০১ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ও শিশুদরদি ডরপ্-এর এএইচএম নোমানকে শুভ জন্মদিন!

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে
আজ পহেলা ফেব্রুয়ারি, এনজিও প্রতিষ্ঠান ‘ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর’, সংক্ষেপে ‘ডরপ্’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমানের ৭২তম জন্মদিন।
জনসম্পৃক্ত ও জনসেবা বলতে যা বোঝায়, তা প্রায় পাঁচ দশক ধরে এই মানুষটির মাঝে পুরোদমে বিদ্যমান। তিনি ‘ক্রিয়েশন ফ্রম ডিভাস্টটেশন’ বা ধ্বংসস্তুপের মাঝে সৃষ্টির অমোঘ চেতনায় কর্মহীন গ্রামীণ নারীদের জন্য ‘মাতৃত্বকালীন ভাতা’ ও পরিপূর্ণ দারিদ্র্যবিমোচনে ‘সোস্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম ফর নন-অ্যাসেটার্স’ বা ‘স্বপ্ন’ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৩ সালে ‘আন্তর্জাতিক গুসি পিস প্রাইজ’ অর্জন করেন।
একইসঙ্গে ওই ‘মাতৃত্বকালীন ভাতা’ প্রবর্তনের জন্য তিনি এখন ‘মাতৃবন্ধু’। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ সরকার দেশের ৩ হাজার ইউনিয়নের ৪৫ হাজার গর্ভবতী মা-কে বিশেষ স্বাস্থ্য সেবার অধীনে প্রথম মাতৃত্বকালীন ভাতা প্রদান করে, যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই বছর মেয়াদের পরিবর্তে তিন বছর এবং টাকার অঙ্ক মাসিক ৩০০ শ’র পরিবর্তে ৮০০শ’ করা হয়েছে। বস্তুত এই কার্যক্রমটি ২০০৫ সালে ‘আন্তর্জাতিক মা দিবস’ পালনের পর ‘পাইলট প্রকল্প’ হিসেবে ডরপ্ প্রথম ১০০ টাকা হারে প্রচলন করে। আজ সেটির সমৃদ্ধিতে এই ভেবে উদ্বেলিত যে, ওই সময় নিজে এ বিষয়ে জাতীয় দৈনিকে একাধিক নিবন্ধ লিখেছি।
একইভাবে ডরপ্ প্রণীত ‘স্বপ্ন’, যা মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মা-বাবা-শিশুকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, সেটি এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছে। এতে স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্ড, শিক্ষা ও বিনোদন কার্ড, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও একটি ঘর এবং জীবিকায়ন সরঞ্জাম, সঞ্চয়, বনায়ন ও প্রয়োজনে উন্নয়ন ঋণও অর্ন্তভুক্ত। এক কথায়, তাতে জাতিসংঘ ঘোষিত ‘এসডিজি’ বা আত্মনির্ভরশীল উন্নয়ন লক্ষ্যের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান অর্থাৎ মৌলিক চাহিদাগুলো পূরণীয়। ফলে এএইচএম নোমানের ভাষায় তা ‘সেভেনটিন ইন ওয়ান’।
এই ‘স্বপ্ন’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভূত প্রশংসা কুড়িয়েছে। স্পেনের রানী সোফিয়া এবং টরন্টোর সাবেক ন্যায়পাল ফিওনা ক্রিয়নসহ সুনামধন্য অনেকেই সেটিকে লিঙ্গসমতা, সাম্য, মুক্তি, সুশাসন ও ন্যায়পরায়নতার একটি অপরিহার্য দর্শন হিসেবে অগগণ্য করেছেন।
তাই ‘মাতৃবন্ধু’, ‘স্বপ্নদিশারী’, লাল-সবুজের পতাকা সাদৃশ্য জাতীয় পোষাকের প্রবক্তা এবং একাধিক গ্রন্থের রচয়িতা এএইচএম নোমানের জন্মদিনে অশেষ শুভ কামনাসহ শুভেচ্ছা জানাচ্ছি!
ই-মেইল: bukhari.toronto@gmail.com

  • সর্বশেষ
  • জনপ্রিয়