শিরোনাম
◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের মনীষা চক্রবর্তী গন্তব্যে পৌঁছতে পারবেন তো?

বিভুরঞ্জন সরকার : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করে আলোচনায় আসেন মনীষা চক্রবর্তী। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার সাফল্য কামনা করেছেন। তিনি বাম রাজনীতি করেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বাসদের একাংশের বরিশালের তিনি অন্যতম সংগঠক।

মনীষা ভালো ছাত্রী ছিলেন। ডাক্তারি পাস করেছেন। বিসিএস উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে সমাজ বিপ্লবের সংগ্রামে শামিল হয়েছেন। গরিবের ডাক্তার হিসেবে এর মধ্যেই বরিশাল শহরে পরিচিতি পেয়েছেন। বর্তমান সময়ে যখন সবাই ‘ক্যারিয়ার’ গঠনে ব্যস্ত, তখন ভালো চাকরি ছেড়ে মনীষা সার্বক্ষণিক রাজনীতিতে নাম লিখিয়ে সাহসের পরিচয় দিয়েছেন। তিনি সাফল্য পেলে রাজনীতির জন্যই ভালো হতো। কিন্তু তার সাফল্য পাওয়ার বাস্তব কোনো কারণ ও সম্ভাবনা আছে কি?

মনীষার সফল না হওয়ার একাধিক কারণ আছে। আমার বিবেচনায় উল্লেখযোগ্য তিন কারণ হলো - ১. তার দল, ২. তার নাম বা ধর্ম, ৩. তিনি নারী।

আমার সঙ্গে কেউ কেউ হয়তো একমত হবেন না, বিতর্কও করতে পারেন অনেকে কিন্তু তাতে পরিস্থিতি বদলাবে না। তিনি যদি আওয়ামী লীগ বা বিএনপি করতেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। নারী হয়েও নারায়ণগঞ্জে আইভী যে সাড়া জাগাতে পেরেছিলেন, সেটা সম্ভব হয়েছিলো কেবল তার দৃঢ়তা ও সততার জন্য নয়, বড় কারণ তিনি আওয়ামী পরিবারের সদস্য । আইভী যদি সিপিবি বা বাসদ করতেন তাহলে তিনি প্রশংসা হয়তো পেতেন, ভোট পেতেন না। মনীষা বাসদের পতাকা নিয়ে রাজনীতির মাঠ চষবেন, কিছু মানুষের বাহবা পাবেন কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারবেন না। এটাই আমাদের রাজনীতির মাঠের বাস্তবতা। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করায় মনীষাকে নিয়ে যারা উচ্ছ¡াস ও আবেগে ভেসেছেন তারাও দীর্ঘ সময় তার রাজনীতির পক্ষে দাঁড়াবেন না। আমাদের অনেকের মধ্যেই রয়েছে এক অদ্ভূত স্ববিরোধিতা। আমরা সৎ মানুষের রাজনীতি চাই আর জেনেবুঝেও অসৎ মানুষদের ভোট দেই। মনীষার জন্য আমার ভেতর এক ধরনের কষ্ট ও বেদনাবোধ আছে। মেধাবী এই নারী কতোদিন বৈরি পরিবেশ মোকাবেলা করে টিকে থাকতে পারবেন, জানি না। আত্মত্যাগী, নিষ্ঠাবান, আদর্শবাদী অনেক রাজনীতিবিদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিলো। জীবন সায়াহ্নে তাদের করুণ অবস্থা ও অবস্থানের কথাও আমি জানি। আমাদের দেশে বাম রাজনীতি পথ খুঁজেই সময় পার করছে, গন্তব্যে পৌঁছাতে পারছে না। এক মনীষা চক্রবর্তী বিরাট পরিবর্তন গঠাবেন বলে যারা আমা করেন তাদের সাথে এক মত হতে পারলে খুশি হতাম। কিন্তু পারছি না। তারপরও মনীষার জন্য শুভ কামনা।

লেখক : গ্রæপ যুগ্ম সম্পাদক, আমাদের নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়