আশরাফ রাসেল : প্রথম বিভাগ হকি লিগে জিতেছে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইউনাইটেড। আজ বৃহস্পতিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে।
প্রথম ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের গোল করেছেন রাশেদুল আলম ২টি এবং শীভনাথ দাস ও মেহেদী হাসান। ফরাশগঞ্জের গোলটি করেছেন মো. রাসুল।
দ্বিতীয় ম্যাচে ঢাকা ইউনাইটেডের গোল করেছেন ভিজেন্দার সিং, আল মামুন, সজিব হোসেন ও রাজু আহমেদ। পিডব্লিউডির হয়ে গোল করেছেন মেহেদী, আলমগীর ও লাভজট সিংহ।
আগামীকাল শুক্রবার প্রথম ম্যাচে বর্ণক সমাজ খেলবে দিলকুশা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এবং ঢাকা রেলওয়ে মুখোমুখি হবে ব্যাচেলার্স এসসির।