শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটি না নেয়ায় ৩২ কোটি টাকা পেলেন ভারতীয় প্রকৌশলী

নিউজ ডেস্ক : ভারতের অন্যতম বড় নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুবরোর বেশিরভাগই অনিল মানিভাই নায়েক নামে প্রকৌশলীর হাতে গড়া। ৫৩ বছর চাকরি করেছেন এ প্রতিষ্ঠানে। কাজকে এতই ভালোবাসতেন যে, কখনও ছুটি নেননি তিনি। আর এ কারণেই চাকরি থেকে অবসরের সময় জমা ছুটি বাবদ পেলেন প্রায় ৩২ কোটি টাকা। -খবর আনন্দবাজার

জানা গেছে, ২০০৩ সালে এই সংস্থার চেয়ারম্যান হন নায়েক। ২০১৬-১৭ অর্থবছরে অনিল মানিভাই মোট ৭৯ কোটি টাকা বেতন পেয়েছেন।

শুধু ইক্যুয়িটি ও স্টক অপশন মিলে ৪০৩ কোটির সম্পত্তি রয়েছে তার। তবে এর মধ্যে তার প্রাপ্ত বেতন ধরা নেই। তবে নিজের ৭৫ শতাংশ সঞ্চয়ই তিনি কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিয়েছেন।

ক্যানসারে মারা যায় অনিলের দুই বছরের নাতনি নিরালি। তার নামেই সুরাতে রেডিয়েশন সেন্টার ও বেশ কয়েকটি হাসপাতালও খুলেছেন তিনি। পরিকল্পনা রয়েছে আরও হাসপাতাল ও সেবাকেন্দ্র তৈরির।

এক সাক্ষাৎকারে নায়েক জানান, তার বাবা মানিভাই নিছাভাই নায়েক একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মুম্বাইয়ের অভিজাত স্কুলে সুযোগ পেয়েও গ্রামের স্কুলেই পড়াতেন তিনি। সেই আদর্শকে মাথায় রেখে কাজকেই ধর্ম বলে মনে করতেন তিনি। তাই ছুটির দিন বলে তার কিছু ছিল না।

অনিল মানিভাই ২৬ জানুয়ারি পদ্মবিভূষণ পেয়েছেন। মিনহাজ মার্চেন্ট তাকে নিয়ে একটি বইও লিখেছেন।

এতে তার সাদামাটা জীবন সম্পর্কে তিনি লিখেছেন- ধনাঢ্য এই ব্যক্তির মাত্র ছয়টি শার্ট আর তিনটি স্যুট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়