আনিসুল হক : এপিজে আবদুল কালাম বিমানবাহিনির পাইলট হতে চেয়েছিলেন। ভর্তি হতে ব্যর্থ হয়ে নদীর ধারে বসে ছিলেন। এক গুরু তাকে উপদেশ দিলেন। কী উপদেশ? দীপঙ্কর তালুকদার বরগুনার পাঠশালায় পড়তেন। তাদের ভাই রাস্তায় আটা বিক্রি করতেন। সেই দীপঙ্কর তালুকদার এখন অভিকর্ষীয় তরঙ্গ সনাক্তকারী দুনিয়া কাঁপানো বিজ্ঞানী দলের সদস্য! সুবীর চৌধুরী চট্টগ্রামের ছেলে। বাবা কাজ করতেন চট্টগ্রামের ওষুধের দোকানে। সুবীর চৌধুরী এখন আমেরিকার শীর্ষস্থানীয় কোয়ালিটি গুরু। তার ব্যবসা আছে ট্রাম্প পরিবারের সঙ্গে। সাফল্যের রহস্যটা আসলে কী?
আনিসুল হকের নতুন বই তরুণ-কিশোর-শিক্ষার্থীদের জন্য। আসলে অভিভাবকদের জন্য। প্রথমা প্রকাশনী বের করছে : সফল যদি হতে চাও। ফেসবুক থেকে