সুজন কৈরী: রাজধানীর গুলশান ১ নম্বরের গুলশান শপিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। মঙ্গলবার সন্ধ্যায় ওই মার্কেটের ওয়েভ আর্ট নামক একটি দোকানে অভিযান চালায় ডিএনসি।
ডিএনসির সহকারি পরিচালক (উত্তর) মোহাম্মদ খুরশিদ আলম বলেন, সন্ধ্যা থেকে চালানো অভিযান এখনো চলছে। এ পর্যন্ত ৪০ থেকে ৫০ কেজি সিসা, সিসা খাওয়ার হুক্কা ২০ থেকে ২৫টি ও বেশ কিছু উপকরণ জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি আরো বলেন, দোকানটি সিসা, তা তৈরির উপকরণ, ও ইলেক্ট্রিক সিগারেটর বিক্রি করে থাকে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধিত) আইন ২০১৮ এ সিসাকে মাদক হিসেবে অভিহিত করা হয়েছে। তাই সিসা বা সিসা খাওয়ার উপকরণ কেউ বিক্রি করতে পারবে না।