শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার পর চট্টগ্রামে আওয়ামী লীগের প্রথম হুইপ সামশুল হক চৌধুরী

আসাদুজ্জামান সম্রাট : একাদশ জাতীয় সংসদে হুইপ হলেন জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ আসনের তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তিনিই চট্টগ্রাম জেলার প্রথম ব্যক্তি যিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংসদের হুইপের দায়িত্ব পেলেন। হুইপ হিসেবে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন।

ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত সামশুল হক চৌধুরী ১৯৫৭ সালের ২০ জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামে কমার্স কলেজে পড়াশোনার সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি বাণিজ্য বিভাগে স্মাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তিনি নবম জাতীয় সংসদে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত হন।

জাতীয় সংসদে সক্রিয় সংসদ সদস্যদের মধ্যে অন্যতম সামশুল হক চৌধুরী স্থানীয় ও জাতীয় উন্নয়নে সংসদে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে তিনি জাতীয় সংসদের নৌ পরিবহন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্রীড়া সংগঠক সামশুল হক চৌধুরী ১৯৯৮ সাল থেকে চট্টগ্রাম আবাহনীর মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ঢাকার শেখ রাসেল ক্রীড়াচক্রের পৃষ্ঠপোষক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, চট্টগ্রাম ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য. এশিয়ান ফুটবল এসোসিয়েশন ইউকে’র বাংলাদেশ শাখার সভাপতি এবং চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের প্রথম সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

সামশুল হক চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। প্রায় আড়াই হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে পটিয়ার চেহারাই বদলে দিয়েছেন। জাতীয় সংসদের হুইপ হিসেবেও তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়