শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাড়কার সেঞ্চুরিতে নেপালর ইতিহাস

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিজেদের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান পেল নেপাল |একটা সময় বাংলাদেশের ক্রিকেট এই পর্যায়ে ছিল। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারবেন, সেটা যেন কল্পনাও করা যেত না। এখন তো প্রতি সিরিজেই কেউ না কেউ সেঞ্চুরি করছেন।

কিন্তু শুরুটা করে দিতে হয়েছে একজনকে। আর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে সবাই মনে রেখেছেন মেহরাব হোসেন অপির নামটিই।

দীর্ঘ প্রতীক্ষার পর নেপালও পেল তাদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। যে সেঞ্চুরির জন্য পরশ খাড়কার নামটি নেপালের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুধু সেঞ্চুরিই করেননি, দলকে ৪ উইকেটের স্মরণীয় এক জয় এনে দিয়েছে খাড়কা।

নেপালের লক্ষ্য ছিল ২৫৫ রানের। খাড়কার ১০৯ বলে গড়া ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নেপাল এই লক্ষ্য পেরিয়ে যায় ৩২টি বল হাতে রেখেই।

অথচ একটা সময় রান তাড়ায় হোঁচট খেয়ে বসেছিল নেপাল। ১ উইকেটে ৮১ রান থেকে ১২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। সেই সময়টায় বড় একটা ইনিংস দরকার ছিল। অধিনায়ক খাড়কা সেই দায়িত্বটা সূচারুরূপেই পালন করেছেন।

ইনিংসের ৩৯তম ওভার পর্যন্ত ব্যাটিং করে গেছেন খাড়কা। শুধু নিজের সেঞ্চুরির কথাই ভাবেননি, দলের কথা ভেবে দ্রুত রানও তুলেছেন। তার ১১৫ রানের ইনিংসটি ছিল ১৫ চার আর ১ ছক্কায় সাজানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়