শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাড়কার সেঞ্চুরিতে নেপালর ইতিহাস

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিজেদের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান পেল নেপাল |একটা সময় বাংলাদেশের ক্রিকেট এই পর্যায়ে ছিল। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারবেন, সেটা যেন কল্পনাও করা যেত না। এখন তো প্রতি সিরিজেই কেউ না কেউ সেঞ্চুরি করছেন।

কিন্তু শুরুটা করে দিতে হয়েছে একজনকে। আর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে সবাই মনে রেখেছেন মেহরাব হোসেন অপির নামটিই।

দীর্ঘ প্রতীক্ষার পর নেপালও পেল তাদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। যে সেঞ্চুরির জন্য পরশ খাড়কার নামটি নেপালের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুধু সেঞ্চুরিই করেননি, দলকে ৪ উইকেটের স্মরণীয় এক জয় এনে দিয়েছে খাড়কা।

নেপালের লক্ষ্য ছিল ২৫৫ রানের। খাড়কার ১০৯ বলে গড়া ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নেপাল এই লক্ষ্য পেরিয়ে যায় ৩২টি বল হাতে রেখেই।

অথচ একটা সময় রান তাড়ায় হোঁচট খেয়ে বসেছিল নেপাল। ১ উইকেটে ৮১ রান থেকে ১২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। সেই সময়টায় বড় একটা ইনিংস দরকার ছিল। অধিনায়ক খাড়কা সেই দায়িত্বটা সূচারুরূপেই পালন করেছেন।

ইনিংসের ৩৯তম ওভার পর্যন্ত ব্যাটিং করে গেছেন খাড়কা। শুধু নিজের সেঞ্চুরির কথাই ভাবেননি, দলের কথা ভেবে দ্রুত রানও তুলেছেন। তার ১১৫ রানের ইনিংসটি ছিল ১৫ চার আর ১ ছক্কায় সাজানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়