শিরোনাম
◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা?

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাড়কার সেঞ্চুরিতে নেপালর ইতিহাস

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিজেদের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান পেল নেপাল |একটা সময় বাংলাদেশের ক্রিকেট এই পর্যায়ে ছিল। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারবেন, সেটা যেন কল্পনাও করা যেত না। এখন তো প্রতি সিরিজেই কেউ না কেউ সেঞ্চুরি করছেন।

কিন্তু শুরুটা করে দিতে হয়েছে একজনকে। আর বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে সবাই মনে রেখেছেন মেহরাব হোসেন অপির নামটিই।

দীর্ঘ প্রতীক্ষার পর নেপালও পেল তাদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। যে সেঞ্চুরির জন্য পরশ খাড়কার নামটি নেপালের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুধু সেঞ্চুরিই করেননি, দলকে ৪ উইকেটের স্মরণীয় এক জয় এনে দিয়েছে খাড়কা।

নেপালের লক্ষ্য ছিল ২৫৫ রানের। খাড়কার ১০৯ বলে গড়া ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নেপাল এই লক্ষ্য পেরিয়ে যায় ৩২টি বল হাতে রেখেই।

অথচ একটা সময় রান তাড়ায় হোঁচট খেয়ে বসেছিল নেপাল। ১ উইকেটে ৮১ রান থেকে ১২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। সেই সময়টায় বড় একটা ইনিংস দরকার ছিল। অধিনায়ক খাড়কা সেই দায়িত্বটা সূচারুরূপেই পালন করেছেন।

ইনিংসের ৩৯তম ওভার পর্যন্ত ব্যাটিং করে গেছেন খাড়কা। শুধু নিজের সেঞ্চুরির কথাই ভাবেননি, দলের কথা ভেবে দ্রুত রানও তুলেছেন। তার ১১৫ রানের ইনিংসটি ছিল ১৫ চার আর ১ ছক্কায় সাজানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়