আব্দুর রাজ্জাক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্যবস্তু করে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার তেল কোম্পানি পিডিভিএসএ’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সেনাবাহিনীকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরও মেনে নিতে আহ্বান জানানো হয়েছে। বিবিসি
‘পিডিভিএসএ’র সঙ্গে তেল ক্রয়ের চুক্তি শর্তসাপেক্ষে স্থগিত থাকবে তবে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে কোম্পানিটি এটি এড়াতে পারে।’ গত সোমবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নুচিন এ তথ্য জানিয়েছেন।
ভেনিজুয়েলার রাজনৈতিক বিতর্কের মধ্যেই গুয়াইদোকে ইতোমধ্যেই ২০ টি দেশ স্বীকৃতি দিয়েছে। তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে ওয়াশিংটন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অব্যাহতভাবে অনুরোধ করে যাচ্ছে। যদিও ইতোমধ্যেই মার্কিন অন্যতম মিত্র নিউজিল্যান্ড গুয়াইদোকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।
এদিকে, ভেনিজুয়েলার জনগণের সম্পদের ওপর মাদুরো সরকারের কোন অধিকার নেই তাই তিনি আর দেশটির সম্পদ লুট করতে পারেন না বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। অন্যদিকে, গুয়াইদো বিভিন্ন দেশে রক্ষিত ভেনিজুয়েলার সম্পদ মাদুরো সরকারের কাছে হস্তান্ত না করতে অনুরোধ জানিয়েছেন।
মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাদুরো। ‘যুক্তরাষ্ট্র তেল সমৃদ্ধ ভেনিজুয়েলার সম্পদ ছিনতাই করতে অবরোধ আরোপ করে ফৌজদারি অপরাধ করেছে। আমি পিডিভিএসএ কে কোম্পানিটির সম্পদ রক্ষায় মার্কিন অবরোধের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতাচ্যুত করতে ভেনিজুয়েলার সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।’ সোমবার এক টিভি বার্তায় মাদুরো এ অভিযোগগুলো করেন।