শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি শিক্ষক সমিতির নির্বাচন ঘিরে তুমুল উত্তেজনা

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচন ঘিরে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।

নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা দুই ভাগে বিভক্ত সংগঠন নীল দল দুটি আলাদা প্যানেলে অংশগ্রহণ করছেন। এক প্যানেলে সভাপতি প্রার্থী অধ্যাপক ড. জাকির হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক ড. আব্দুল আলীম এবং অপর প্যানেলে সভাপতি প্রার্থী অধ্যাপক ড. দীপিকা রাণী, সাধারণ সম্পাদক প্রার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ। এবারের নির্বাচনেও বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল অংশগ্রহণ করছেন না।

জানা যায়, জবি শিক্ষক সমিতির এবারের নির্বাচন ঘিরে আওয়ামীপন্থী নীল দলের শিক্ষকদের এবারের গ্রুপিং চরম আকারে ধারণ করেছে। শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ওয়ালে এবং ফেসবুক গ্রুপে একে অপরকে আক্রমণ করে পোস্ট দিচ্ছেন। এ নিয়ে শিক্ষকসহ ক্যাম্পাসে সব জায়গায় আলোচনা চলছে।

জবি শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুরঞ্জন কুমার দাস বলেন, ২০১৯ সালের শিক্ষক সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ভোট গ্রহণ শেষে ফলাফল দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়