শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের নামে অজ্ঞাত শিশুর নাম ফাতেমা রহমান রাখলেন ওসি

নিউজ ডেস্ক : সিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে আসা নবজাতকের নাম নিজের মায়ের নামে ‘ফাতেমা রহমান’ রেখে শিশুটিকে মায়ের মর্যাদা দিলেন পটুয়াখালী সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান।  ১৪ দিন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর গতকাল রোববার শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী সমাজ সেবা দপ্তরের হস্তান্তরের সময় তিনি এ নাম রাখেন । খবর যুগান্তর।

গত ১৪ জানুয়ারী সদর উপজেলার কমলাপুর এলাকায় প্রসব বেদনায় কাতরানো অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারীকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওসি মোস্তাফিজুর রহমান। ওই দিনই ওই নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে উধাও হয়ে যায়। সেই সময় থেকে ওসি মোস্তাফিজুর রহমান শিশুটির দেখাশোনা করে আসছেন।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘একাধিক স্থানে খোঁজ করেও শিশুটির মাকে পাওয়া যায়নি। ১৪ দিন চিকিৎসা ও লালন-পালন শেষে রোববার হাসপাতাল থেকে শিশুটিকে সমাজ সেবার কাছে হস্তান্তর করা হয়েছে।’ তিনি বলেন, ‘হস্তান্তরের সময় মা হারা এই নবজাতকের পরিচয় নিয়ে জটিলতা দেখা দিলে আমি আমার মৃত মায়ের নামে শিশুটির নাম রাখি।’ শিশুটির জন্য পটুয়াখালী জেলা প্রশাসন, সমাজ সেবা এবং মহিলা বিষয় অধিদফতরসহ অনেকেই হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শিশুটি দত্তক নিতেও ইতিমধ্যে অনেকে ইচ্ছা প্রকাশ করেছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘আইনী প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তি শিশুটিকে দত্তক নিতে পারবেন।’ বর্তমানে শিশুটিকে বরিশালের শিশু হোম কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে পটুয়াখালী সমাজ সেবার উপপরিচালক এস.এম শাহাজাদা জানান, ‘সরকারি নীতিমালা অনুযায়ী শিশুটি বরিশালের আগৈলঝড়া শিশু হোম কেয়ারে নিয়ে যাচ্ছি আমরা। ওখানেই তার লালন পালনের সব ব্যবস্থা করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়