আব্দুর রাজ্জাক : ব্রাজিলে আরো একটি বাঁধ ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই বাঁধ ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ১শ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এখনো ৩ শতাধিক নিখোঁজ রয়েছে যাদের জীবিত ফিরে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। রয়টার্স
ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহোতে দেশটির বৃহত্তম খনি কোম্পানি ভ্যালের অধিনে থাকা আরো একটি বাঁধটি ধসের আশঙ্কায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। যেকোন মূহুর্তে পার্শবর্তী বি-৬ বাঁধটি ধসে যাওয়ার আশঙ্কায় সকল উদ্ধারকর্মীদের এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ফ্লাভিও গোদিনহো।
প্রথম বাঁধটি ধসের পর পার্শবর্তী বাঁধটি প্লাবিত হয়ে ঝুঁকিতে পরে এবং এখন পর্যন্ত এই এলাকা থেকে প্রায় ২৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
কাদার সঙ্গে খনি থেকে নির্গত লাল লোহার সংমিশ্রণে আশপাশের পরিবেশ মারাত্মকবাবে দূষিত হচ্ছে এবং ক্রমেই নিখোঁজ লোকদের জীবিত উদ্ধার ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। তবে দেশটির জরুরি সহায়তা কর্মীরা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ব্রুমাদিনহোর মেয়র আভিমার দে মেলো।