শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

জাগো নিউজ ২৪ :  নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৭ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রানা আকবর মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের ভয়ে এখন এলাকাছাড়া ছাত্রলীগ নেতার পরিবার।

তাদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতার পরিবার। রোববার দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী শহরের বেলিন্ডা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা রানা আকবর বলেন, মাদক ব্যবসায় বাধা দেয়ায় ২৩ জানুয়ারি দুপুরে কাউরিয়া পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী খান আলামিন ও কসাই বাবুর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামালা চালায়। ওই সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছি। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, মামলা হলেও আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে। এ থেকে মুক্তির জন্য প্রশাসনের সহযোগিতা চাই আমি। সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়