শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

জাগো নিউজ ২৪ :  নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৭ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রানা আকবর মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের ভয়ে এখন এলাকাছাড়া ছাত্রলীগ নেতার পরিবার।

তাদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতার পরিবার। রোববার দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী শহরের বেলিন্ডা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা রানা আকবর বলেন, মাদক ব্যবসায় বাধা দেয়ায় ২৩ জানুয়ারি দুপুরে কাউরিয়া পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী খান আলামিন ও কসাই বাবুর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামালা চালায়। ওই সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছি। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, মামলা হলেও আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে। এ থেকে মুক্তির জন্য প্রশাসনের সহযোগিতা চাই আমি। সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়