শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

জাগো নিউজ ২৪ :  নরসিংদীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৭ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রানা আকবর মোল্লার বাড়িতে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের ভয়ে এখন এলাকাছাড়া ছাত্রলীগ নেতার পরিবার।

তাদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ নেতার পরিবার। রোববার দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী শহরের বেলিন্ডা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা রানা আকবর বলেন, মাদক ব্যবসায় বাধা দেয়ায় ২৩ জানুয়ারি দুপুরে কাউরিয়া পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী খান আলামিন ও কসাই বাবুর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামালা চালায়। ওই সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছি। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, মামলা হলেও আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে। এ থেকে মুক্তির জন্য প্রশাসনের সহযোগিতা চাই আমি। সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়