শাহানুজ্জামান টিটু : আসন্ন উপজেলা নিবার্চনে মাগুরা সদর আসনে এবার নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যানে নির্বাচন করতে আগ্রহি এ এইচ এম জাহিদুর রেজা চন্দন। মাগুরা আওয়ামী পরিবারের সন্তান তিনি। দীর্ঘ দিন ধরে তিনিও আওয়ামী রাজনীতিতে সক্রিয়। বর্তমানে মাগুরা জেলা আওয়ামী লীগের ডেপুটি সাধারণ সম্পাদক (প্রচার ও প্রকাশনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে নির্বাচন সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
চন্দন জানান, তার পিতা আবদুল ওয়াব মিয়া ও দাদা মৃত জালাল উদ্দীন বিশ্বাস মাগুরা জেলার আওয়ামী লীগের নেতৃস্থানীয় প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আমার চাচা শ্বশুর মৃত ডা. এম এস আকবার মাগুরা-১ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া যশোর-৫ আসনে সাবেক সংসদ সদস্য মৃত খান টিপু সুলতান চাচা।
আওয়ামী লীগের এই নেতা বলেন, রাজনীতির পাশাপাশি তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি আইএসওএল ৭১ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।
সামাজিক ভাবে তিনি সাধারণ মানুষের কল্যানে তার কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর মধ্যে রয়েছে গরিব ও অসহায় মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির এবং স্কুলের উন্নয়নে আর্থিকভাবে সহায়তা দিয়ে থাকেন। দুঃস্থ ও অসহায় মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান, চাকরি সুযোগ করে দেয়া ও তাদের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে অবদান রাখছেন।
চন্দন আরো জানান, এবার উপজেলা নির্বাচনের তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশি। জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন তিনি আমার ও আমার পরিবারের অতিত এবং বর্তমান কর্মকাণ্ড বিবেচনা করে আমাকেই মনোনীত করবেন বলে আশা করি। আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।