শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:০১ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞানীরা বলছেন, সূর্য এমন সব উপাদান নিয়ে তৈরি হয়েছে, যা এসেছে ধ্বংস হয়ে যাওয়া নক্ষত্র থেকে

এই মুহূর্তে সূর্য যা করছে বা সূর্যে যে পরিমাণে জ্বালানি আছে, তাতে সেটি আরো পাঁচ হাজার বছর টিকে থাকতে পারবে।

 

বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল চ্যাপলিনের মতে, সূর্য এমন সব উপাদান নিয়ে তৈরি হয়েছে, যা এসেছে অন্য সব নক্ষত্র থেকে, যখন সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে।পতন হওয়ার নক্ষত্র মহাকর্ষীয় আকর্ষণের কারণে মেঘের ভেতরে থাকার সব পদার্থ মেঘের ভেতরে ঘনীভূত হতে শুরু করে। আর এই ঘন হওয়ার কেন্দ্রটি ক্রমেই বড় থেকে বড়, আরো বড় হতে শুরু করে। তখন এটি আশেপাশের এলাকা থেকেও আরো বেশি পদার্থ টেনে নিতে শুরু করে।

 

এভাবে সেখানে পরমাণু মিশ্রণের একটি বিক্রিয়া তৈরি হয়ে যায়। এসব বিক্রিয়া হাইড্রোজেনকে হিলিয়াম গ্যাসে রূপান্তর করে এবং তখন সেটি ব্যাপক পরিমাণে শক্তি উৎপাদন করে। আর এটাই হচ্ছে সেই প্রক্রিয়া, যেটি সূর্যকে তার শক্তির যোগান দিচ্ছে। যা উজ্জ্বলতা তৈরি বা আলেপা বিকিরণ করে। এই মুহূর্তে সূর্য যা করছে বা সূর্যে যে পরিমাণে জ্বালানি আছে, তাতে সেটি আরো পাঁচ হাজার বছর টিকে থাকতে পারবে। - বিবিসি বাংলা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়