শিরোনাম
◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটকর্মীদের দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকতে হবে: হাসান আজিজুল হক

তানজিনা তানিন : কথাসাহিত্যক হাসান আজিজুল হক বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অপরিহার্য কিছু শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা। নিশ্ছিদ্র জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে শুধু জাতীয় নির্বাচনেই নয়, স্থানীয় সরকার কাঠামোর বিভিন্ন স্তরের নির্বাচনেও এ যাবৎ কম উদ্বেগজনক ঘটনা ঘটেনি। এ নিয়ে আমাদের ভীতিকর অভিজ্ঞতা রয়েছে। অতীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ ছিলো বিধায় নানারকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে বলে অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন সেসব ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে- শান্তিপ্রিয়দের এই প্রত্যাশা যেন হোঁচট না খায়- এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অধিকতর সজাগ রাখতে হবে।

ভোটকর্মীদের দায়িত্ব পালনে নিষ্ঠাবান থাকতে হবে। ভোটকর্মী বলতে ব্যাপকার্থে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে ভোটকক্ষের সর্বনিম্ন কর্মকর্তা-কর্মচারীকেও বোঝায়। নির্বাচন ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ পুলিশবাহিনী। নির্বাচনের আগে-পরে তো বটেই, সবসময় শান্তি-শৃঙ্খলা বিধান মূলত তাদেরই দায়িত্ব। বাংলাদেশে নির্বাচনের সময়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা কিংবা উদ্বেগ দেখা যায়, এর কারণগুলো অনেকেরই অজানা নয় বললেন এ কথা সাহিত্যিক।

হাসান আজিজুল হক আরো বলেন, এক ডিসেম্বর পত্রপত্রিকায় প্রকাশ, মার্কিন কংগ্রেসে উত্থাপিত এক প্রস্তাবে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও হেফাজতে ইসলামকে বাংলাদেশে স্থতিশীলতা ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব গোষ্ঠীকে থামাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় গত ২০ নভেম্বর প্রস্তাবটি এনেছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি জিম ব্যাঙ্কস। প্রস্তাবটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রতিনিধি সভার পররাষ্ট্রবিষয়ক কমিটিতে।

আমাদের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণ ও কৌতূহল নানা কারণেই আছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উল্লিখিত বিষয়টি আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে। তারা বিষয়টিকে রাজনীতির গতানুগতিক প্রেক্ষাপটে আলোচনা করে এবং প্রস্তাব উত্থাপন করেই ক্ষান্ত হননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হিসেবে তা গণ্য করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে আহ্বান জানিয়েছে, এরও কারণ রয়েছে। বাংলাদেশের নির্বাচনী বাস্তবতার ক্ষেত্রে গণতান্ত্রিক সংজ্ঞাসূত্রের বিপরীত ও সম্প্রদায়বাদী ঘটনার প্রকাশ ইতোপূর্বে দেখা গেছে বিধায় তাদের এই সতর্কবাণী। জননিরাপত্তার বিষয়টি ঘুরেফিরে বিশেষভাবে আলোচনায় আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়