শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও চুলের স্টাইল পরিবর্তন করে আলোচনায় নেইমার

স্পোর্টস ডেস্ক : ইতিবাচক বা নেতিবাচক সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মাঠে গড়িয়ে পড়া, ফাউলের অভিনয় করা, হঠাৎ মেজাজ হারিয়ে ফাউল করা ইত্যাদি তার আচরণের সাথে গেথে গেছে। তাছাড়া চুলের বাহারি স্টাইলের জন্য তার এতটা খ্যাতি আছে। অনেক সময় তার চুলের ফ্যাশন নিয়ে হাসাহাসিও হয়েছে।

রাশিয়া বিশ্বকাপের সময় নেইমারের নুডলসের মতো চুলের ছাঁট বেশ আলোচনার জন্ম দিয়েছিল। অনেক হাসাহাসিও হয়েছিল। এরপরও স্টাইলটি নেইমারের হয়তো ভালো লেগেছিল, তাই সেটি রেখে দিলেন এত দিন। কিন্তু কত দিন? ‘নুডলস ছাঁট’ বাদ দিয়ে এবার নতুন এক বিচিত্র চুলের ছাঁট নিয়ে হাজির তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে এই নতুন চুলের স্টাইলের একটা পোস্টও দিয়েছেন।

নেইমারের নতুন চুলের স্টাইলটার একটা নামও আছে, ‘ড্রেডলক’। যেটা চুলে জট পাকিয়ে টাকিয়ে করা হয়। স্বাভাবিকভাবেই নেইমারের এই নতুন স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা, হাস্যরস চলছে। সামাজিক মাধ্যমে সমালোচনা করে এক জন কমেন্টে লিখেছেন, মাঠে ‘ডাইভ’ দেওয়ার সময় ঘাসের সঙ্গে নেইমারের চুল জড়িয়ে যাবে।

আরেকজনের বক্তব্য, নেইমারের চুলের নতুন স্টাইলের সঙ্গে পনিরের মিল রয়েছে। বড়দিন উপলক্ষে কাটা চুল নিয়ে নেইমার হয়তো আজ ফ্রেঞ্চ লিগে মাঠে নামবেন নান্তের বিপক্ষে।

এই মৌসুমে পিএসজির হয়ে ১৯ ম্যাচে ১৬ গোল করেছেন নেইমার, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও আটবার। লিগ ওয়ানে তার দল প্রথম স্থানে তো আছেই, চ্যাম্পিয়নস লিগেও খেলছে দুর্দান্ত। গ্রুপ চ্যাম্টিয়ন হয়ে ইতিমধ্যে শেষ ষোলোতে উঠেছে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়